বিজ্ঞপ্তি :
পাবনার আটঘরিয়ায় গৃহবধুর আত্মহত্যা

বার্তাকক্ষ
- প্রকাশিত সময় ০৩:৫৬:১৭ অপরাহ্ন, শনিবার, ১৭ এপ্রিল ২০২১
- / 163
আটঘরিয়া (পাবনা) প্রতিনিধিঃ পাবনার আটঘরিয়ায় মুন্নি খাতুন (১৮) নামক এক গৃহবধু গলায় ওড়না জড়িয়ে আত্মহত্যা করেছে।
শুক্রবার ১৬ এপ্রিল বেলা আড়াইটার দিকে দক্ষিণ নাগদহ গ্রামে এঘটনাটি ঘটে। সে রনি ইসলামের স্ত্রী বলে জানা গেছে।
আটঘরিয়া থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বিয়ের পর থেকেই স্বামী স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে ঝগড়া বিবাদ লেগে আসছিল।
ঘটনার দিন বেলা আড়াইটার দিকে সবার অজান্তে মুন্নি স্বামীর ঘরের আড়ার সাথে নিজের ওড়না গলায় জড়িয়ে আত্মহত্যা করেন।
পরে খবর পেয়ে আটঘরিয়া থানার এসআই কালাম সঙ্গীয় ফোর্স নিয়ে লাশটি উদ্ধার করে পাবনা সদর থানা মর্গে প্রেরণ করেছেন।

















