বিজ্ঞপ্তি :
পাবনার আটঘরিয়ায় বিদ্যুস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

বার্তাকক্ষ
- প্রকাশিত সময় ০১:২২:০৮ অপরাহ্ন, রবিবার, ১৮ এপ্রিল ২০২১
- / 137
আটঘরিয়া (পাবনা) প্রতিনিধিঃ পাবনার আটঘরিয়ায় বিদ্যুস্পৃষ্ট হয়ে শাওন (২৪) নামক এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (১৮ এপ্রিল) দুপুরে বেরুয়ান গ্রামে এঘটনা ঘটে। সে কদমডাঙ্গা গ্রামের পরান আলীর ছেলে।
জানা গেছে, আটঘরিয়া উপজেলা চাঁদভা ইউনিয়নের কদম ডাঙ্গা গ্রামের পরান আলীর ছেলে শাওন বেরুয়ার গ্রামের তিনরাস্তা মোড়ের সামনে একটি বৈদ্যুতিক লাইন থেকে অবৈধ ভাবে বিদ্যুৎ সংযোগ কাজ করছিলেন।
এসময় সে বিদ্যুতায়িত হয়ে তারে ঝুলিয়ে থাকে। আশেপাশের লোকজন এসময় আটঘরিয়া ফায়ার সার্ভিসে খবর দিলে দ্রুত এসে তাকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।