ঈশ্বরদীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় মটর সাইকেল আরোহী নিহত

- প্রকাশিত সময় ১২:১৫:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মে ২০২১
- / 127
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ পাবনার ঈশ্বরদীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় আজিজুল হক প্রামানিক (৪৮ ) নামে এক মটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার (১২ মে) সকাল সাড়ে দশটার ঈশ্বরদী–পাবনা মহাসড়কের বহরপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আজিজুল হক সলিমপুর ইউনিয়নের ভাড়ইমারী সরদার পাড়া এলাকার মৃত মকবুল হোসেন প্রামানিকের ছেলে।
সে নিজ এলাকায় প্রতিষ্ঠিত কৃষক হিসেবে পরিচিত ছিলেন।
স্থানীয়রা জানান, আজিজুল হক মটরসাইকেল যোগে ঈশ্বরদী বাজারের যাচ্ছিলেন। পেছন থেকে তিজার পরিবহণ নামের একটি যাত্রীবাহী বাস তাঁর মটর সাইকেলকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়।
তাকে উদ্ধার করে পাবনা জেলারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা দ্রুত ঢাকা নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তির পরামর্শ দেন।
পাবনা থেকে এম্বুলেন্সযোগে দ্রুত নিউরো সায়েন্স হাসপাতালে নিয়ে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯ টায় তাঁর মৃত্যু হয়।
তিজার পরিবহণ নামের ঘাতক বাসটি পুলিশ হেফাজতে রয়েছে।
এদিকে, আজিজুল হকের মৃত্যুর খবর ভাড়ইমারী ছড়িয়ে পরলে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে।