পাবনায় ডিবি পুলিশের অভিযানে অস্ত্র-গুলিসহ আটক ২

- প্রকাশিত সময় ১২:৪১:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মে ২০২১
- / 236
পাবনা প্রতিনিধিঃ পাবনা পৌর সদরের কুঠিপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশী রিভালবার ও দুই রাউন্ড গুলি এবং টিপচাকু সহ দুই জনকে আটক করেছে ডিবি পুলিশ।
বুধবার (১২ই মে) দুপুরে পাবনা ডিবি কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন।
মঙ্গলবার রাতে অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম ও ডিবি পুলিশের পরিদর্শক আব্দুল হান্নানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে অস্ত্রসহ দুই জনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, পাবনা জেলার কুঠিপাড়া মহল্লার আইয়ুব খাঁর ছেলে জনি ওরফে মাগুর জনি (৩৩) ও একই এলাকার শামসুদ্দিনের ছেলে ফারুক হোসেন (৩৯)।
তারা দীর্ঘদিন যাবত অবৈধ অস্ত্র নিজ হেফাজতে রেখে বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ করে আসছিল।
আটক জনির বিরুদ্ধে হত্যাসহ চারটি মামলা ও ফারুকের বিরুদ্ধে একটি মামলা বিচারাধীন রয়েছে।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে পাবনা সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
















