বিজ্ঞপ্তি :
পাবনার ফরিদপুরে ইয়াবাসহ ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বার্তাকক্ষ
- প্রকাশিত সময় ১১:৪৭:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ মে ২০২১
- / 242
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ পাবনার ফরিদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে ৫৫০ পিচ ইয়াবাসহ দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ মে) বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘খ’ সার্কেলের পরিদর্শক ছানোয়ার হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
জানা যায়, ফরিদপুর থানার খাগড়বাড়ীয়া গ্রামে অভিযানের সময় ৫০০ পিচ ইয়াবাসহ কাওসার আলী (২৪) কে আটক করা হয়।
সে ফরিদপুর থানার খলিশাদহ গ্রামের আদম সরদারের পুত্র।
পরে একই গ্রামের আবুল খায়েরের পুত্র আবীর মাহমুদ রিমু (২৪) কে ৫০ পিচ ইয়াবাসহ আটক হয়।
আটককৃতরা দীর্ঘদিন ধরে কক্সবাজার হতে ইয়াবা এনে ফরিদপুর থানার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিল।
আটককৃতদের বিরুদ্ধে ফরিদপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
এই রকম আরও টপিক
২ মাদক ব্যবসায়ী অভিযানে ইয়াবা ট্যাবলেসহ গ্রেফতার পাবনা পৃথক ফরিদপুর মাদক মাদকদ্রব্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর