পাবনার চাটমোহরে মুদির দোকানে আগুন ক্ষতি ৫ লক্ষাধিক টাকা

- প্রকাশিত সময় ০৯:৩৭:৪১ অপরাহ্ন, শনিবার, ৫ জুন ২০২১
- / 227
চাটমোহর (পাবনা) প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে গভীর রাতে দুর্বৃত্তের দেওয়া আগুনে একটি মুদি দোকানের মালামাল পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে।
শনিবার ৫ জুন ভোর ৪টার দিকে চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের ভাদড়া বটতলা ভাই ভাই স্টোর নামক দোকানে এ ঘটনা ঘটে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় দোকান মালিক মোঃ রবিউল ইসলাম বিপ্লবের ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন।
দোকান মালিক বিপ্লব ও স্থানীয়দের তথ্যে জানা গেছে, প্রতিদিনের ন্যায় সারাদিন দোকানে বেচা-কেনা শেষ করে শুক্রবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে যান বিপ্লব। ভোর ৪টার দিকে জেলেরা ওই দোকানের পাশের পুকুরে মাছ ধরতে গিয়ে দেখতে পান দোকানের ভেতর থেকে আগুনের কুণ্ডলীসহ ব্যাপক ধোঁয়া বের হচ্ছে।
এসময় তারা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এসে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করতে থাকেন। এবং দোকান মালিক বিপ্লবকে খবর দিলে তিনি বাড়ি থেকে এসে দোকানের ভেতর প্রবেশ করে দেখেন, দোকানের দামি মালপত্র মেঝেতে ছড়ানো অবস্থায় আগুন জ্বলছে।
এতে করে দোকান মালিক বিপ্লবের সন্দেহ হয় দোকানে কেউ শত্রুতাবশত পরিকল্পিতভাবে আগুন দিয়েছে। আগুন নিয়ন্ত্রণে আসলেও এর মধ্যে তার অন্ত ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন দোকান মালিক বিপ্লব।
এ ঘটনায় তিনি চাটমোহর থানায় একটি লিখিত অভিযোগও দিয়েছেন।
ঘটনার বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আমিনুল ইসলাম বলেন, ঘটনাটি জানার পরেই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখানে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত নাকি দুর্বৃত্ত আগুন দিয়েছে এ নিয়ে তদন্ত করে আমরা পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করব।
















