পাবনার আটঘরিয়ায় ২০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহ প্রদান

- প্রকাশিত সময় ০৫:২৫:০৮ অপরাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১
- / 122
আটঘরিয়া (পাবনা) প্রতিনিধিঃ পাবনার আটঘরিয়া উপজেলায় মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম ২য় পর্যায় ২০টি পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধন ঘোষনা করেন।
রোববার ২০ জুন উপজেলা অডিটরিয়ামে আয়োজিত ভিডিও কনফারেন্সে এসময় উপস্থিত ছিলেন, আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার ফুয়ারা খাতুন, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল হক, মাজপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর মিয়া।
আরও উপস্থিত ছিলেন, আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাফিজুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল করিম, কৃষি কর্মকর্তা রোখসানা কামরুনাহার, জনস্বাস্ত্য প্রকৌশল কর্মকর্তা মতিয়ার রহমান, সহকরী প্রোগ্রামর রোকনুজ্জামান সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানটি পরিচালনা ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রাজু আহমেদ।
ভূমিহীন হাসেম আলী, নুরজাহান, রোজিনা খাতুন, রঞ্জু কোহিনুর, ময়না কাতুন, রিনা, ইউসুফ, শহিদুল, জুথি, বিথি অনেকেই জানান, আমাদের জায়গা জমি আগে কিছুই ছিলনা। এখন আমারা পাকাঘর পেয়েছি, আমাদের মাথা গোজার ঠাই হইছে। আমরা সবাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই।