বিজ্ঞপ্তি :
পাবনার ঈশ্বরদীতে ২৪ ঘন্টায় ৭১ জন করোনায় আক্রান্ত

বার্তাকক্ষ
- প্রকাশিত সময় ০৭:৫৩:২৭ অপরাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১
- / 113
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ পাবনার ঈশ্বরদীতে ২৪ ঘন্টায় ৭১ জন করোনা আক্রান্ত হযেছেন। ২০ জুন (রবিবার) সকাল ৮টা থেকে ২১ জুন (সোমবার) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় ৭১ জন করোনা পরীক্ষায় পজিটিভ হওয়ার রিপোর্ট পাওয়া যায়।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এ এফআসমা খান বিকেল সাড়ে পাঁচটায় ৭১ জন পজিটিভের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২৪ ঘন্টায় ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে নমুনা সংগ্রহ করে সরকারি ল্যাবে পরীায় ৩০ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীার মাধ্যমে আরো ৪১ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, করোনায় আক্রান্তরা ঈশ্বরদীর বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত। এদের বেশীরভাগের বাড়ি বাড়ি ঈশ্বরদীর বাইরে। আক্রান্তরা সবাই নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।