পাবনায় আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা

- প্রকাশিত সময় ০৭:৪৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১
- / 158
পাবনা প্রতিনিধি: পাবনায় পূর্ব শত্রুতার জের ধরে সদর উপজেলা মালঞ্চি ইউনিয়নের বয়রা কাশিনাথপুর ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোঃ মুঞ্জুর কাদের শেখ (৪০) কে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে প্রতিপক্ষ নান্টু বাহিনীর লোকজন।
গত (২৭ জুন) রবিবার সকালে পূর্ব পরিকল্পা ভাবে ৭/৮ অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হয়ে তার দোকানে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে তা নিষেধ করলে তার উপর ক্ষিপ্ত হয়ে দক্ষিণ রামচন্দ্রপুর কদমতলা ব্রিজ এর পাশে ওত পেতে তাকে একটি গোডাউনে ধরে দেশীও অস্ত্র ও চাপাতি দিয়ে দুই পায়ের রগ কেটে এবং কুপিয়ে জক্ষম করে ফেলে রেখে যায়।
এলাকাবাসি তার চিৎকার শুনে তাকে উদ্ধোর করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। কাদের’র ছোট ভাই রতন জানান, আমার বড় ভাইকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিত ভাবে এই হামলা চালায়।
আনিছুজ্জামান নান্টু, ময়েজ উদ্দিন, রুবেল, কছির, রঞ্জু, জনি, সেন্টুসহ বেশ কয়েক জন্যর সাথে রাস্তা ও ক্যানাল নিয়ে বিরত চলে আসছিল এর জের ধরে আমার ভাইয়ের উপর হামলা চালিয়েছে। তাই পুলিশ প্রশাসনের কাছে ঘটনাটির সঠিক তনন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এঘটনায় মুঞ্জুর কাদের’র স্ত্রী মোছাঃ খোদেজান (৩৫) বাদী হয়ে একটি পাবনা সদর থানায় এজাহার দায়ের করেছে। ঘটনার বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: আমিনুল ইসলাম বলেন, পূর্ব শত্রুতার জের ধরে এলাকায় উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে ঝামেলা চলে আসছিলো।
এই ব্যাপারে কাদের’র স্ত্রী বাদী হয়ে একটি এজাহার দায়ের করেছে। বিষয়টি নিয়ে আমরা তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেব।










