বিজ্ঞপ্তি :
পাবনার আটঘরিয়ার একদন্ত-গোড়রী সড়কের বেহালদশা

বার্তাকক্ষ
- প্রকাশিত সময় ০১:৫৯:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১
- / 156
আটঘরিয়া(পাবনা) প্রতিনিধি: পাবনার আটঘরিয়া উপজেলা একদন্ত-গোড়রী সড়কের বেহালদশা। খানা-খন্দে ভরপুর একটু বৃষ্ট হলেই পানি জমে যায়।
চৌবাড়ীয়া জোরগাছা বাজার ব্রীজ হতে নরজান মালেকার বাড়ী পর্যন্ত রাস্তাটিতে ৪০/৫০ টি স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্তের মধ্যে রয়েছে চৌবাড়ীয়া হারু কামারের বাড়ী হতে চার মাথা পর্যন্ত, হিদাসকোল ডা. আব্দুস সাত্তারের পুকুর পাড়, আলহাজ আঃ গফুরের বাড়ীর পাশে, আকবর আলীর বাড়ীর পাশে, চন্ডিপাশা মসজিদ, রহমান উদ্দিনের বাড়ীর পাশে, ইয়াকুব আলীর বাড়ীর পাশে, হাইতুলের বাড়ীর পাশে, চৌবাড়ীয়া মাদরাসা সামনে, নরজান মালেকার বাড়ীর সামনে রাস্তাটি খানাখন্দে পরিণত হয়েছে।
তবে এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন যাবত এই সড়কটি চলাচলের অনুপযোগি হয়ে পড়েছে। দ্রত সড়কটি মেরামতের জারদাবী জানিয়েছে।












