আর্জেন্টিনার বিজয়ে আমি ফূর্তিতে আছি -নূরুজ্জামান বিশ্বাস এমপি

- প্রকাশিত সময় ০৭:৪৪:১৬ অপরাহ্ন, রবিবার, ১১ জুলাই ২০২১
- / 225
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ ফুটবল প্রেমী পাবনা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ নূরুজ্জামান বিশ্বাস বলেছেন, আর্জেন্টিানা ফাইনালে বিজয়ী হওয়ায় আমি আজ ফূর্তিতে আছি। মনটা আজ খুবই ভালো।
রবিবার বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে ভার্চুয়াল আলোচনায় প্রধান অতিথির বক্তব্য দানের সময় তিনি একথা বলেছেন। দীর্ঘ অপেক্ষা শেষে রবিবার সকালে অবশেষে ট্রফি এসেছে আর্জেন্টিনার ঘরে।
কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা। আর এমপি বিশ্বাস ছিলেন আর্জেন্টিনার সমর্থক। নির্ঘুম কত রজনী কাটিয়ে ফুটবল প্রেমী নূরুজ্জামান বিশ্বাস এমপি খেলা দেখেছেন।
তিনি বলেন, ৫ বার ট্রফির কাছে গিয়ে খালি হাতে ফিরতে হয়েছে। মেসির সর্বশ্রেষ্ঠ ফুটবলারের তকমাটাও প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছিল। অবশেষে অনন্ত অপেক্ষা ফুরোলো। পুড়ে পুড়ে আর্জেন্টিনা ও তাদের সমর্থকদের স্বপ্ন পূর্ণ হলো। লিওনেল মেসির হাত ধরে পড়ন্ত বেলায় এলো বহুল কাঙ্খিত সেই ট্রফি।