রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পি.এইচ.ডি গবেষক সাংবাদিক ভাষ্করের পিতৃ বিয়োগ

- প্রকাশিত সময় ১০:০৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১
- / 121
নাটোর প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক সাংবাদিক ভাষ্করের পিতা ডাঃ নরেন্দ্রনাথ সরকার আজ রবিবার দুপুর ১২.০০ টায় বার্ধক্য জনিত কারণে ইহলোকের মায়া ত্যাগ করে পরোলক গমন করেছেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি নাটোর জেলার লালপুর থানাধীন ওয়ালিয়া সেন্টারপাড়া গ্রামের বাসিন্দা। আজ সন্ধ্যা ৭.০০ টায় ওয়ালিয়া মহা শ্মশানে তার দাহ কার্য সম্পন্ন করা হয়।
তিনি দির্ঘ ষাট বছর ধরে হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে সুনামের সহিত মানব সেবা করে গেছেন। মৃত্যুকালে তিঁনি স্ত্রী, দুই পুত্র, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
সর্বদা মিষ্টভাষী সৎজন প্রবীন এই হোমিও চিকিৎসকের মৃত্যুকে শোক জানিয়েছেন ৭নং ওয়ালিয়া ইউপি’র চেয়ারম্যান আনিছুর রহমান, ওয়ালিয়া পুলিশ ফাঁড়ীর অফিসার ইনচার্জ ইন্সপেক্টর ফারুক হোসেন তালাশ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
ডাঃ নরেন্দ্রনাথ সরকারের বড় ছেলে রাবি’র পিএইচডি গবেষক সাংবাদিক ভাষ্কর তার স্বর্গীয় পিতার হয়ে ক্ষমা চেয়ে আত্মার শান্তির জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।