পাবনার চাটমোহরে গ্রামবাসীর উদ্যোগে নির্মিত হচ্ছে বাঁশের সেতু

- প্রকাশিত সময় ১০:৪৬:১৮ অপরাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১
 - / 138
 
চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহর উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত বড়াল নদীর উপর এবার গ্রামবাসীর উদ্যোগে নির্মিত হচ্ছে বাঁশের সেতু।
ইতোমধ্যে সেতুটির সিংহভাগ কাজ শেষ হয়েছে। চাটমোহর পৌরসভার সাথে বিলচলন ইউনিয়নের যোগাযোগের গুরুত্বপূর্ণ স্থান চাটমোহর নতুন বাজার খেয়াঘাটে এই সেতুটি নির্মিত হচ্ছে।
সম্প্রতি বড়াল রক্ষা আন্দোলন কমিটির আন্দোলন ও সংগ্রামের ফলে ২০১৬ সালে বড়াল নদীর উপর নির্মিত একাধিক ক্রসবাঁধ অপসারণ করা হয়।
এরপর উপজেলার রামনগর,বোঁথর ও নতুন বাজার জারদিস মোড় এলাকায় বড়াল নদীর উপর ৩টি সেতু নির্মিত হয়। দহপাড়া ও নতুন বাজার খেয়াঘাটে সেতু নির্মাণ বিলম্বিত হয়।
ওই সময় এলাকাবাসীর দাবির মুখে নদীর পারাপারের জন্য পাবনা-৩ আসনের এমপি আলহাজ্ব মোঃ মকবুল হোসেনের আর্থিক সহায়তায় এবং এলাকাবাসীর উদ্যোগে বড়াল নদীর নতুন বাজার খেয়াঘাটে নির্মিত হয় বাঁশের চারাটের সেতু। সেখান দিয়েই মানুষ ও যানবাহন চলাজল করতে থাকেন।










