পাবনার আটঘরিয়ার মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ।

- প্রকাশিত সময় ০৯:১৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১
- / 234
আটঘরিয়া ( পাবনা ) প্রতিনিধি: পাবনার আটঘরিয়া উপজেলার জুমাইখিরী গোবিন্দপুর মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্যের অভিযোগ ওঠেছে। এই বিষয়ে সম্প্রতি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লুতফর রহমানের বিরুদ্ধে এলাকাবাসী মানব বন্ধন করেছে।
বিদ্যালয়ের সভাপতি আবুল হোসেন ও প্রধান শিক্ষক লুতফর রহমান গোপনে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে। এলাকার মানুষ জানতে পেয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সভাপতির কছে বিজ্ঞপ্তির খবর জানতে চাইলে নিয়োগ বিজ্ঞপ্তি না দেখিয়ে প্রার্থীদের কাছে ৮-১০ লক্ষ টাকা নিয়ে আসতে বলেন। তারপর নিয়োগ বিজ্ঞপ্তি দেখানো হবে।
এলাকাবাসী জানান লকডাউনে যেখানে সরকারি-বেসরকারি সমস্ত অফিস বন্ধ রয়েছে এমতাবস্থায় গত ২ জুলাই/২১ইং সভাপতি ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিলে পত্রিকায় ৪র্থ শ্রেণীর কর্মচারী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে।
লকডাউনের সময় নিয়োগ চেষ্ঠাকে এলাকাবাসী তীব্র নিন্দা ও ক্ষোপ প্রকাশ করেছে। উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির মেয়াদ শেষের দিকে হওয়ার কারণে সভাপতি ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তড়িঘড়ি করে নিয়োগের চেষ্টা করেছে বলেও এলাকাবাসী অভিযোগ করে।
এছাড় উক্ত বিদ্যালয়ের সাবেক দাতা সদস্য মরহুম আকবর আলী মৃধার ছেলে নুহ আলম ও সাবেক প্রতিষ্ঠাতা সদস্য মরহুম জাবেদ আলী মৃধার ছেলে জিয়াউর রহমান জানান, সভাপতি আবুল হোসেন ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লুতফর রহমানের যোগ সাজশে তড়িঘড়ি করে মোটা অংকের টাকার বিনিময়ে নিয়োগ দেয়ার পায়তারা করছে।
আমরা এলাকাবাসী উক্ত নিয়োগ বানিজ্যের তীব্র নিন্দা জানচ্ছি এবং সেই সাথে নিয়োগ বিজ্ঞপ্তি বাতিলের দাবী জানাচ্ছি। এ বিষয়ে জানতে চাইলে আটঘরিয়া শিক্ষা অফিসার এস এম শাজাহান আলী বলেন , এ বিষয়ে আমি অবগত নই। অপর দিকে জেলা শিক্ষা কর্মকর্তা এস এম মসলেম উদ্দিন জানান, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলে কোন প্রকার নিয়োগ সম্ভব নয়।
এ সংক্রান্ত যে কোন ধরনের অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের কথাও জানান তিনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় টান টান উত্তেজনা চলছে। যে কোন মুহূর্তে সংষর্ষের আশংকা রয়েছে।












