বিজ্ঞপ্তি :
সুজানগর থানার উদ্যোগে শহীদ শেখ কামালের জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি ও বৃক্ষরোপণ

বার্তাকক্ষ
- প্রকাশিত সময় ০৮:৫৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১
- / 99
সুজানগর(পাবনা)প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭২ তম জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে পাবনার সুজানগর থানার উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও থানা চত্বরে বৃক্ষরোপণ করা হয়।
থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সহকারী পুলিশ সুপার (সুজানগর-আমিন পুর) সার্কেল রবিউল ইসলাম।
এ সময় থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল কুদ্দুস,এস আই মাসুম বিল্লাহ, রাসিদুল,বেলাল, দিপু সহ থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।












