পাবনায় শেখ কামালের জন্মবার্ষিকীতে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

- প্রকাশিত সময় ০৯:২৬:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১
- / 113
পাবনা প্রতিনিধিঃ পাবনায় বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭২তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে স্মৃতিচারন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। (৫ আগষ্ট) বৃহস্পতিবার সকাল ১১ টায় জেলা প্রশাসনের আয়োজনে প্রশাসক সম্মলেন কক্ষে অনুষ্ঠিত স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন্ ৩৯; সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা- ৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। বক্তব্য কালে এমপি প্রিন্স বলেন.শেখ কামালের জীবনী সম্পর্কে সবাইকে জানতে।
কারণ শেখ কামালের ভালো কাজ থেকে সকলে শিক্ষা নিতে পারতাম। তিনি আরো বলেন, শেখ কামাল ছিলেন ক্রীড়া ও সংস্কৃতি সংগঠক। তিনি ক্রীড়া অঙ্গনকে সব সময় চাঙ্গা রেখেছেন।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার মুহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম,
জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান, সিভিল সার্জন মনিসর চৌধুরী, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি শ্রী চন্দন কুমার চক্রবর্তী, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান,
পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, পাবনা সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান খান প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ পরিচালক মোখলেছুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন,
পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহেদ পারভেজ, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) আফরোজা আকতার,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাহাত মান্নান,
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা সহ জেলার অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ।












