শেখ কামালের৭২ তম জন্মবার্ষিকী উপলক্ষে বেড়া থানা পুলিশের বৃক্ষরোপণ

- প্রকাশিত সময় ০৯:৪৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১
- / 84
বেড়া প্রতিনিধি: পাবনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত।
১৯৪৯ সালের ৫ আগস্ট তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে মাত্র ২৬ বছর বয়সে পরিবারের অন্যন সদস্যদের সঙ্গে তিনিও শহীদ হন।
শেখ কামাল- এর ৭২তম জন্মদিনে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা অর্পণ করে। বেড়া মডেল থানা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (০৫ আগস্ট) দুপুরে থানা চত্বরে এ কর্মসূচীর উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল বেড়া-সাঁথিয়া) শেখ জিল্লুর রহমান ও বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) অরবিন্দ সরকার।
জানা যায়, পাবনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান দুপুরে ক্যাপ্টেন বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামাল- এর ৭২তম জন্মদিন উপলক্ষে জেলায় বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধনের পর জেলার প্রতিটি থানায় একযোগে এ বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ ছাড়া দোয়াও মিলাদ মাহফিল এর মধ্যে দিয়ে ক্যাপ্টেন বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামাল- এর ৭২তম জন্মদিন পালিত হয়। বেড়া থানায় বৃক্ষরোপণ কর্মসূচির সময় বেড়া থানা পুলিশের সকল পুলিশ সদস্য, সাংবাদিক, গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।












