পাবনার ঈশ্বরদীতে কর্মহীন মুচিরা পেয়েছে খাদ্য সহায়তা

- প্রকাশিত সময় ০৯:৪১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১
- / 160
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ ঈশ্বরদীতে রবিদাস (মুচি) সম্প্রদায়ের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ হতে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ জুলাই) সকালে ঈশ্বরদী উপজেলা পরিষদ চত্বরে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার পি এম ইমরুল কায়েস।
কঠোর লকডাউনে ঈশ্বরদীতে নিম্নআয়ের রবিদাস সম্প্রদায়ের (মুচি) জীবনে নেমে এসেছে চরম দূর্ভোগ।
ঈশ্বরদী শহরের পুরাতন বাস ষ্ট্যান্ড এলাকার ফুটপাতে জুতা-স্যান্ডেল সেলাইয়ের কারিগর গোপাল, পাখি, সুশান্ত রবিদাস, মতিলাল, বিমলদাস, রামকৃষ্ণ ও লিটন কুমাররা বসে বসে অলস সময় পাড় করছেন। কর্মহীন হয়ে পড়ায় এসব নিম্নআয়ের মানুষ পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করছে।
ইউএনও ইমরুল কায়েস বলেন, লকডাউনে ঈশ্বরদীতে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা বেনারসী পল্লীর শ্রমিক, হিজড়া, টেলার্সের কারিগরসহ বিভিন্ন গোষ্ঠির মাঝে ধারাবাহিকভাবে বিতরণ করা হচ্ছে। কর্মহীন মুচিদের মানবেতর জীবন-যাপন ও কষ্টের কথা শোনার পর আজ তাদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হলো।
মুচিরা জানান, এই দূরবস্থায় ইউএনও আমাদের খাদ্য সহায়তা রক্ষা করলো। আমরা প্রাণ খুলে ভগবানের কাছে প্রধানমন্ত্রী ও ইউএনওকে আশির্বাদ করছি।










