বিজ্ঞপ্তি :
পাবনাতে সাংবাদিক এস এ আসাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি

বার্তাকক্ষ
- প্রকাশিত সময় ০৬:৫৮:১৪ অপরাহ্ন, শনিবার, ১৪ অগাস্ট ২০২১
- / 89
পাবনা প্রতিনিধিঃ পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে দৈনিক পাবনার চেতনার সাংবাদিকবৃন্দ।
শনিবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ১২ টার দিকে শহরের আব্দুল হামিদ সড়কের সামনে আয়োজিত দৈনিক পাবনার চেতনার মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
একটি সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক সৈকত আফরোজ আসাদের বিরুদ্ধে মামলা করেছেন পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য আজিজুল হক আরজু।
মামলাটি প্রত্যাহারের দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তারা অবিলম্বে এই মামলা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় তারা আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুমকি দেন।
দৈনিক পাবনার চেতনার প্রধান প্রতিবেদক এস এম আদনান উদ্দিনের পরিচালনায় ও সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান,সহ-সভাপতি শহীদুর রহমান শহীদ,সাবেক সাধারণ সম্পাদক আহমেদ উল হক রানা,সিরাজগঞ্জের সনমগাও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দুলাল উদ্দিন আহমেদ,
ফিনানশিয়াল পোস্টের প্রতিনিধি আলমগীর কবির হৃদয়,দৈনিক আমাদের অর্থনীতির প্রতিনিধি মিজান তানজিল,দৈনিক পাবনার চেতনার শহর প্রতিনিধি আশিকুর রহমান ছাব্বির,প্রদীপ ফাউন্ডেশনের সভাপতি মুশফিক পারভেজ,সামাজিক সংগঠন স্পর্শ’র শামীম খান সিহাব,তৌসিফ রায়হান রিজভী,আব্দুল্লাহ আল ফেরদৌস সহ প্রমুখ।
পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান জানান, মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও তথ্যমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। জেলার সব উপজেলাতে মানববন্ধন কর্মসূচি পালিত হচ্ছে।
ইতিমধ্যে পাবনা প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটি, মফস্বল সাংবাদিক ফোরাম পাবনা শাখাসহ জেলার সকল সাংবাদিকদের নিয়ে ৫ দিনের লাগাতার কর্মসূচি পালন করা হয়েছে। আমরা অবিলম্বে মামলা প্রত্যাহারসহ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান।
গত ৮ মার্চ জেলার বেড়া উপজেলার নাটিয়াবাড়ি এলাকায় একটি বাড়িতে অস্ত্রের কারখানার সন্ধান পায় পুলিশ। ওই ঘটনায় দুইজনকে গ্রেফতারও করা হয়। এ ঘটনায় পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য আজিজুল হক আরজুকে জড়িয়ে পাবনা মেইল টোয়েন্টিফোর ডটকমে সংবাদ প্রকাশ হয়।
৯ জুন আরজু ঢাকায় সাইবার ট্রাইব্যুনালে এই অনলাইনের সম্পাদক সৈকত আফরোজ আসাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।
আজিজুল হক আরজুর দাবি, গ্রেফতার ব্যক্তিদের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। সাংবাদিক সৈকত আফরোজ তাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় করতেই সংবাদটি প্রকাশ করেছেন। এ কারণে তিনি মামলাটি করেছেন।












