পাবনার চাটমোহর পৌরসভায় চাল বিতরণ

- প্রকাশিত সময় ০৮:৪৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১
- / 95
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর পৌরসভায় পৌরমেয়র এ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা থেকে পাবনার চাটমোহরে বৃহস্পতিবার (১৯ আগষ্ট) সকালে পৌরসভা চত্বরে করোনাকালীন সময়ে পৌরসভার ৯টি ওয়ার্ডের পুরুষ ও মহিলাসহ অসহায়, হতদরিদ্র ও দুস্থ ১ হাজার পরিবার মাঝে ১০কেজি করে খাবার চাউল বিতরণ করেছেন।
প্রধানমন্ত্রীর ত্রাণ ও দুর্যোগ তহবিল থেকে খাবার চাউল সহায়তা প্রদান করা হচ্ছে বলে জানান পৌরমেয়র এ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো।
তিনি আরো জানান, বিশ্বে মহামারী কোভিড-১৯ করোনা ভাইরাস সংক্রমণে পাবনার চাটমোহর পৌরসভায় লকডাউন চলছে।
চলমান লকডাউনে সাময়িক কর্মহীন হয়ে পড়া অসহায় হতদরিদ্র,গরীব দু:খী, ১ হাজার পরিবারের মাঝে ১০কেজি করে খাবার চাল বিতরণ করা হয়। বিতরন কালে উপস্হিত ছিলেন,পৌরসভার প্যানেল মেয়র এখলাছুর রহমান,উপজেলা সহকারী ইন্সট্রাক্টর কল্যাণ কুমার সরকার, পৌরসভার স্যানিটারি
ইন্সপেক্টর আবুল কালাম আজাদ দুলাল সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ এসময় উপস্থিত ছিলেন।












