পাবনার ভাঙ্গুড়া দিলপাশার বিলে অথৈ জলে চলছে যাত্রী বোঝাই নৌকা

- প্রকাশিত সময় ১০:১২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১
- / 109
পাবনা প্রতিনিধিঃ পাবনা ভাঙ্গুড়া দিলপাশার বিলে অথৈ জলে চলছে যাত্রী বোঝাই করে বেআইনই নৌকা । এদের পারাপারেকোন অনুমতি নেই ঘটছে নৌ-দূর্ঘটনা।
বেশ কয়েক বছর ধরে এ সকল বিলে বেআইনই নৌকা চলাচলে ডাক্তার ইঞ্জিয়ার সহ কৃষিবিদের মতো নামি দামি মানুষ ডুবে মৃত্যুবরণ করেছে এসব দেখার কেউ নাই।
চাটমোহর ও ভাঙ্গুড়া উপজেলার অভ্যন্তরণে চলনবিলের পাশে হওয়ায় এই দুটি উপজেলার নির্বাহী কর্মকর্তা নৌযান চলাচলে ভ্রাম্যমাণ আদালত তো দূরের কথা এদের কাছ থেকে উপঢৌকন নেয় বলে অবৈধ মাঝিরা যাত্রী বোঝাই করে চলাচলে সাহস পায়।
বেশ কিছু অবৈধ যাত্রীবোঝাই নৌকার মালিকের সাথে কথা হলে তারা বলেন আমাদের ঠেকাবে কে ? আমরা উপজেলায় অনেক কিছু দিয়ে থাকি। তবে এই অতিরিক্ত যাত্রীবোঝাই করে নিয়ে যাওয়ার কোন অনুমতি নেই সবগুলো নৌকার। এসব নৌকার নেই কোন বয়া , থাকছেনা লাইভ জেকেট এবং বৃষ্টি ও রোদ থেকে বাঁচার জন্য নেই কোন পরিবেশ।
এসব অনিয়ম দেখার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা , এসিলেন্ড ও উপজেলা চেয়ারম্যান বিলের মাঝে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেনা এ সকল
অবৈধ নৌকার মাঝির বিরুদ্ধে।
বড়াল নদী , গুমানি নদী , দিলপাশার বিল , খানমরিচ বিল , পাটুল ঘাট , চর-ভাঙ্গুড়া ঘাট , চাটমোহর নিমাইচড়া ঘাট , অষ্টমনিষা ঘাটে হাজারেরও অধিক অবৈধ নৌকা রয়েছে।
এখন থেকেই যদি দুই উপজেলার কর্মকর্তারা প্রশাসনিক ব্যবস্থা নেয় অবৈধ মাঝিদের বিরুদ্ধে তাহলে আর আমাদের এইসব জায়গায় নৌ-দূর্ঘটনা ঘটবেনা।
অষ্টমনিষার মোফাজ্জল নামের এক ব্যবসায়ী বললেন প্রশাসন যদি মনে করে এক মিনিটে এ সকল অবৈধ মাঝিদের বৈধ পথে আনতে পারে। তাদের প্রতিটি নৌকায় দশ বারোটি করে লাইভ জেকেট ও চার পাঁচটি করে বয়া বাধ্যতামূলক প্রতিটি নৌকাতে রাখতে হবে তাহলে নৌকা ডুবিতেও কোন হতাহতের ঘটনা ঘটবেনা।












