পাবনার দাপুনিয়াতে ধান গাছ কেটে শক্রতা প্রকাশ

- প্রকাশিত সময় ০২:০৩:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১
- / 106
নিজস্ব প্রতিনিধিঃ পাবনা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের টিকরী গ্রামে গত ২০ আগষ্ট শুক্রবার সকালে আফেদ আলী বিশ্বাসের ২৪ শতাংশ জমিতে রোপনকৃত ধান গাছ শক্রুতা করে কাআট হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এতে তার ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। এঘটনায় আফেদ আলী বিশ্বাস বাদী হয়ে পাবনা সদর থানা একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে জানা গেছে, সদর উপজেলা দাপুনিয়া ইউনিয়নের টিকরী গ্রামে মৃত ওমেদ আলী বিশ্বাসের ছেলে আফেদ আলী বিশ্বাসের টিকরী মৌজা খতিয়ান নং আরএস ৪২৩, দাগ নং আরএস ১৬০৪/১৬০৫ জমির পরিমান ২৪ শতাংশ জমিতে গুটি স্বর্ণা ধান রোপন করেন।
প্রতিপক্ষ একই এলাকার মোঃ আলেপ বিশ্বাস এর ছেলে আব্দুল হাকিম (৩২), মৃত সামেদ আলী বিশ্বাসের ছেলে আলেপ বিশ^াস (৫৮), ইয়াছিন বিশ্বাসের ছেলে মজি (৩৫),
ইজিবর রহমান (৩৩),মৃত সামেদ আলী বিশ্বাসের ছেলে ইয়াছিন আলী বিশ্বাস সহ অজ্ঞাত নামা ৫/৭ জন জোরপূর্বক ওই জমিতে এসে শক্রতা করে সন্ত্রাসী স্টাইলে এসে মই, হাসুয়া, হতুড়ি দিয়ে জমির রোপনকৃত ধান গাছ কেটে সাবার করে দিয়েছে।
বিষয়টি আফেদ আলী বিশ্বাস জানতে পেরে তাদেরকে বাধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে খুন করার হুমকি দিয়ে পালিয়ে যায়। তবে এলাকার সচেতন মহল বলছেন এই বিষয়ে যে কোনো মুহুতে বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে বলে ধারনা করছেন তারা।












