বিজ্ঞপ্তি :
পাবনার বেড়ায় পল্লী উদ্যোক্তাদের মাঝে প্রধানমন্ত্রীর প্রনোদনার চেক বিতরণ

বার্তাকক্ষ
- প্রকাশিত সময় ০৬:১৪:২১ অপরাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১
- / 85
পাবনা প্রতিনিধিঃ পাবনার বেড়ায় কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ ১৪ জন পল্লী উদ্যোক্তাদের মাঝে প্রধানমন্ত্রীর প্রনোদনার ১৪ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে বেড়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সবুর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে চেক বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বেড়া উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মেজবাউল হক, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বিআর ডিবি আব্দুল ওয়াহাব, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোতালেব সরকার,
মহিলা বিষয়ক কর্মকর্তা রুবিনা বেগম, উপ- সহকারী প্রকৌশলী মো: শহিদুল্লাহ, প্রকল্প কর্মকর্তা পজিব। করোনাকালীন সময়ে সংকটে পড়া এসব পল্লী
উদ্যোক্তারা জানান, প্রধানমন্ত্রীর এই প্রনোদনা তাদের আগামী দিনে উপকার বয়ে আনবে।উল্লেখ্য, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের তত্তাবধায়নে
স্বল্পসুদে ঋণ হিসেবে এই প্রনোদনা প্রদান করা হয়েছে।












