বিজ্ঞপ্তি :
পাবনার চাটমোহরে অটোরিক্সা চালক ঈমামনের হত্যা রহস্য উদঘাটন

বার্তাকক্ষ
- প্রকাশিত সময় ১২:৩৫:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১
- / 89
পাবনা প্রতিনিধি : মাত্র ৫দিনের ব্যবধানেই পুলিশ পাবনার চাটমোহরের সিএনজি অটোরিক্সা চালক ঈমাম হোসেন হত্যা রহস্য উদঘাটন, এ হত্যায় জড়িত ৪ ব্যক্তিকে আটক এবং উদ্ধার করেছে ছিনতাইকৃত রিক্সাটি।
চাটমোহর থানায় এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম জানান, গত ২০শে আগস্ট সকালে চাটমোহরের দয়ারামপুর ব্রীজের নিচ থেকে পুলিশ উদ্ধার করে সিএনজি চালক ঈমাম হোসেনের লাশ।
পরে পুলিশ তথ্য প্রযুক্তি সহায়তায় খুনীদের সনাক্ত ও টানা ৪৮ ঘন্টার অভিযানে গ্রেফতার এবং সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে উদ্ধার করে সিএনজিটি।
পুলিশী জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, অটোরিক্সাটি ছিনতাইয়ের উদ্দেশ্যেই ১৯শে আগষ্ট রাতে যাত্রীবেশে এটি ভাড়া নিয়ে নির্জন স্থানে গিয়ে চালককে
শ্বাসরোধে হত্যা করা হয়।












