পাবনার এই উচ্চ বিদ্যালয়ের বয়স ৫২ বছর পার হলেও উন্নয়ন এখনো শূন্যের কোঠায়!

- প্রকাশিত সময় ০২:১৭:০৫ অপরাহ্ন, রবিবার, ২৯ অগাস্ট ২০২১
- / 80
পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরের অদুরে ক্যাডেট কলেজের সামনে অবস্থিত মওলানা কসিমউদ্দিন উচ্চ বিদ্যালয়টি। ৫২ বছর আগে বিদ্যালয়টি স্থাপিত হয়। অতপরে স্কুলটি এমপিও ভুক্ত হওয়ার জন্য চেষ্টা করলে ৫/৭ বছরের মাথায় স্কুলটি এমপিও ভুক্ত হয়।
এমপিও ভুক্ত হওয়ার পর স্কুলের শিক্ষক ছাত্র অভিভাবক মিলে সকলের অর্থায়ন যোগে টিনসেড ঘড় নির্মাণ করে ক্লাস পরিচালনা করা হয়। বিভিন্ন ঘাত প্রতিঘাত পেড়িয়ে বর্তমানে দুই হাজার ছাত্র ছাত্রীরা অধ্যায়নরত ।
শিক্ষক পরিপূর্ণতা নিয়ে সামাজিক সাংস্কেতিক ও খেলাধুলা দিয়ে সুনাম অর্জন করে যাচ্ছে উক্ত বিদ্যালয়টি। বর্তমান মওলানা কসিমউদ্দিন উচ্চবিদ্যালয়ের ছাত্রীরা বাংলাদেশ কাবাডি প্রতিযোগীতায় দ্বিতীয়স্থান অধিকার করেন। এমতঅবস্থায় স্কুলটির একটি সরকারি ভবনের বিশেষ প্রয়োজন।
স্কুলের ছাত্রছাত্রীরা ক্লাস করতে পারনা ক্লাসরুমের অভাবে। বর্তমানে ক্লাসরুমের জায়গা ৫২ বছর ধরে দখল করে রয়েছে একটি গুদাম। যে গুদাম ঘড়টি নির্মাণ করা হয়েছিলো এরশাদের আমলে। এই গুদাম ঘড়ে কোনদিন এক ছটাক চাল , গম লোড আনলোড হলোনা।
তারপরে গুদাম ঘড়টি ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। গুদামটি ধসে মুহুর্তেই কেড়ে নিতে পারে অসংখ্য মানুষের প্রাণ। এই গুদামের ভিতরে বাসা বেধেছে বিষধর সাপ ও পোকামাকড়।
গুদামের মধ্যে শত শত সাপ আশ্রয় নেওয়ার ফলে গুদামের চারপাশে স্কুল হওয়ায় মারাত্মক ঝুকিতে আছে মওলানা কসিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।
তাই অচিরেই এই বিদ্যালয়ের জায়গা বিদ্যালয়কে ফিরিয়ে দেওয়া উচিত। অন্যথায় বিষধর সাপের ছোবলে যে কোন মুহুর্তে ছাত্র ছাত্রীরা প্রাণ হারাতে পারে।
তাই পাবনা জেলা প্রশাসকসহ উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আকুল আবেদন বিদ্যালয়ের স্বার্থে ছাত্র ছাত্রীদের প্রাণরক্ষাতে গুদামটি অপসারণ করে স্কুলের জায়গা ফিরিয়ে দিয়ে লেখাপড়া এবং খেলাধুলার মান উন্নয়ন করা হোক।












