রাজশাহীর পুঠিয়ায়তে স্ত্রীকে নির্যাতন করে চুল কেটে দিয়েছে স্বামী

- প্রকাশিত সময় ০২:৩২:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১
- / 170
পুঠিয়া প্রতিনিধিঃ পুঠিয়ায় স্ত্রী নির্যাতন করে চুল কেটে দেয়ার অভিযোগে স্বামীকে আটক করেছে পুঠিয়া থানা পুলিশ। গত শনিবার (২৮ আগস্ট ) উপজেলার সদর ইউনিয়নের কান্দ্রা গ্রামে এ ঘটনা ঘটেছে।
পরে ভুক্তভোগী নিজেই বাদী হয়ে পুঠিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানাগেছে, গত ২৩ বছর পূর্বে কান্দ্রা গ্রামের মৃত নইমুদ্দিনের ছেলে আমেদুল ইসলামের সাথে বিয়ে হয় আমেনা আক্তারের।
বিয়ের কিছুদিন তাদের সংসার ভালই চলছিলো। পরে আমেদুল যৌতুকের জন্য বিভিন্ন ভাবে চাপ দিতে থাকে। পরে মাঝেমধ্যেই যৌতুকের জন্য তাকে শারীরিক নির্যাতন করতো।
শনিবার (২৮ আগস্ট ) যৌতুককে দাবিতে শারীরিক নির্যাতন করে চুল কেটে দেয়। এতে লোকলজ্জার ভয়েও সে বাড়িতে নিজেকে আড়াল করে রাখে।
পরে ভুক্তভোগীর উপর নির্যাতন তার স্বামী আরো বাড়িয়ে দিলে নিরূপায় হয়ে আমেনা আক্তার পুঠিয়া থানায় স্বামীর বিরুদ্ধ অভিযোগ দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করে পুঠিয়া থানা অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দী হোসেন বলেন, অভিযোগর ভিত্তিতে আসামী আমেদুল ইসলামকে আটক করা হয়েছে। আগামিকাল আদালতেন মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।