বিজ্ঞপ্তি :
পাবনার চাটমোহরে ১১টি ইউনিয়নের ১০৩ জন গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ

বার্তাকক্ষ
- প্রকাশিত সময় ১১:০৫:৫০ অপরাহ্ন, রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১
- / 89
চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার ১১ টি ইউনিয়নের ১০৩ জন গ্রাম পুলিশেকে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। রবিবার (০৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে বাইসাইকেল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের স্থানীয় সরকারের উপ-পরিচালক ড.চিত্রলেখা নাজনীন।
বিশেষ অতিথি ছিলেন পাবনার বিভাগের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ মোখলেছুর রহমান। এই অনুষ্ঠনের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো.সৈকত ইসলাম।
এ অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিসহ গ্রামপুলিশ উপস্থিত ছিলেন।
গ্রাম পুলিশদের পেশাগত সুবিধার কথা বিবেচনা করে পাবনা জেলা প্রশাসনের সহযোগিতায় এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার ১০৩ জন নারী ও পুরুষ গ্রামপুলিশের মাঝে ১০৩টি বাইসাইকেল বিতরণ করা হয়েছে।












