পাবনার ভাঙ্গুড়াতে গৃহবধুকে পিটিয়ে জখম

- প্রকাশিত সময় ১২:৩৬:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১
- / 87
স্টাফ রিপোর্টারঃ পাবনার ভাঙ্গুড়ায় নির্বিচারে মারপিঠে গুরুতর জখম হয়ে গৃহবধু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
থানা ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, উপজেলার খানমরিচ ইউনিয়নের করতকান্দি স্কুল পাড়া গ্রামের মোঃ শাহাদত হোসেনের স্ত্রী মৌসুমী খাতুন (২৭) কে পূর্ব শত্রুতার জের ধরে ২৮ আগষ্ট শনিবার পার্শ্ববর্তী সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সাকুয়াদিঘী গ্রামের মৃত হারুন-অর রশিদ এর ছেলে মাছ ব্যবসায়ী
আকতার হোসেন গৃহবধুকে একা পেয়ে লাঠি দিয়ে নির্বিচারে মারপিঠ করে।
গৃহবধুর আর্তচিৎকারে স্বামীসহ এলাকাবাসী এসে উদ্ধার করে। ঐ দিনই ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসক বলেছেন তার সোলডার জয়েন্টে বড় ধরণের আঘাতের চিহ্ন রয়েছে।
সঠিক চিকিৎসা না করতে পারলে তার একটি হাত চিরতরের জন্য অকেজো হয়ে যেতে পারে। ঘটনা সূত্রে এলাকাবাসী আরো জানান- ভুক্তভোগী শাহাদত হোসেনের ৩নং ভাই মৃত খোদাবক্স এর স্ত্রী রন্তা খাতুনের সাথে মাঝে মাঝে ঐ মাছ ব্যবসায়ী অসামাজিক কাজে লিপ্ত হয়।
এ বিষয়ে প্রতিবাদ করলে ক্ষিপ্ত হয়ে মৌসুমীকে লাঠি দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে।
১৩ই জুলাই ২০১৯ ইং তারিখে ভাঙ্গুড়া থানার নন এফআইআর প্রসিকিউশন নং- ১৮/২০১৯, ধারা- ২৯০ আরজি মতে জানা যায়, উক্ত তারিখে রন্তা খাতুন ও আকতারকে ভাঙ্গুড়া থানা পুলিশ গ্রেফতার করে চালান ও নন প্রসিকিউশন রিপোর্ট সহ কোর্টে সোপর্দ করেছিলেন।
এ বিষয়ে মাছ ব্যবসায়ী আকতারকে ফোনের মাধ্যমে জিজ্ঞাসা করলে বিষয়টি অস্বীকার করে এড়িয়ে যায়। গৃহবধু মৌসুমিকে মারপিঠের বিষয়ে তার স্বামী শাহাদত হোসেন বাদী হয়ে থানায় অভিযোগ করেন।
গত ১০ দিন অতিবাহিত হয়ে গেলেও ভাঙ্গুড়া থানায় নিয়মিত মামলা হয়নি। এ বিষয়ে ভাঙ্গুড়া থানা অফিসার ইনচার্জ মুঃ ফয়সাল বিন আহসান বলেন- অভিযোগ পেয়েছি কিন্তু বাদীর জাতীয় পরিচয় পত্র না পাওয়ায় মামলাটি রুজু হয়নি।












