পাবনা বেড়ায় ছাত্রলীগের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানেটাইজার বিতরণ

- প্রকাশিত সময় ০২:১৩:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১
- / 110
বেড়া (পাবনা ) সংবাদদাতা: পাবনা বেড়া উপজেলার বেড়া সরকারি কলেজ, আলহেরা স্কুল অ্যান্ড কলেজ, মঞ্জুর কাদের মহিলা কলেজ, বেড়া হাই স্কুল সহ বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজের সকল শিক্ষার্থীর মাঝে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করা হয়েছে।
রবিবার ১২ সেপ্টেম্বর সকালে এ্যাডভোকেট শামসুল হক টুকু এমপির নির্দেশে, বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট শামসুল হক টুকু ও অধ্যাপক লুৎফর নেছা ফাউন্ডেশন এর পক্ষ থেকে বেড়া উপজেলা ও পৌর ছাত্রলীগের উদ্যোগে এ সকল হ্যান্ড স্যানেটাইজার ও মাস্ক বিতরণ করা হয়।
এ সময় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে ক্লাস করার পরামর্শ দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন পাবনা জেলা ছাত্রলীগের সহ সভাপতি সাদ্দাম হোসেন, বেড়া উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক রুবেল, আলহেরা কলেজ ছাত্রলীগের সভাপতি শাওন,
পৌর ছাত্রলীগের সাবেক আহবায়ক রাসু, জেলা ছাত্রলীগের সাবেক উপপাঠাগার সম্পাদক জব্বার, জেলা ছাত্রলীগের উপ কৃষি সম্পাদক তারেক,উপজেলা ছাত্রলীগের নেতা, আবদুল্লাহ, মনির, জিন্নাহ, পলাশ,পৌর ছাত্রলীগ নেতা, প্রিন্স, সাকিব, শিমুল সহ অন্যান্য নেতৃবৃন্দ।












