পাবনা আটঘরিয়ার সড়াবাড়িয়া সপ্রাবিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দাখিল কৃত মামলা খারিজ

- প্রকাশিত সময় ০২:২৯:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১
- / 99
পাবনা প্রতিনিধিঃ পাবনারআটঘরিয়া উপজেলার ৬১ নং সড়াবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দাখিল কৃত মামলাটি বিজ্ঞ আদালত খারিজ করে দিয়েছে।
দুর্নীতি, জালিয়াতি ও আইনশৃঙ্খলা পরিপন্থী কাজের জন্য পাবনার আটঘরিয়া উপজেলার ৬১ নং সড়াবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিকে ১৯/০৫/২০১৯ ইং তারিখে বাতিল করে ০৬/০৩/২০১৯ ইং তারিখে এডহক কমিটি গঠন করলে বাতিলকৃত কমিটির সভাপতি হাবিবুর রহমান বাদী হয়ে পাবনার বিজ্ঞ আদালতে উপজেলাচেয়ারম্যান,
উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা শিক্ষা অফিসার ও প্রধান শিক্ষক গং এর বিরুদ্ধে মামলা করেন যার নং ওসি ২১/২০১৯ এ ৩৯/২০১৯ পি ৪৮/২০১৯ এবং সিআর ৫৮/২০২০ সিভিল মামলা চলমান অবস্থায় ফৌজদারি মামলার অনুমতি চেয়ে ব্যর্থ হয়ে তদন্তকারী কর্মকর্তাকে প্রভাবিত করে সিআর ৫৮/২০২০ মামলাটি দীর্ঘ শুনানির পরে ১৫/০৯/২০২১ ইং তারিখে খারিজ করেন।
মামলাটি খারিজ হওয়ায় প্রধান শিক্ষক রইচ উদ্দিন রবি সহ সংশ্লিষ্ট সকলেই সন্তোষ প্রকাশ করেন এবং মিথ্যা মামলা বাজদের বিরুদ্ধে শাস্তির দাবী জানান।












