ঈশ্বরদীতে মুক্তিযোদ্ধা পরিবারের বাড়ি-ঘর দখল ও জীবননাশের হুমকি প্রদান

- প্রকাশিত সময় ০২:০৯:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১
- / 101
ঈশ্বরদী প্রতিনিধীঃ ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের বাবুলচারা গ্রামে এক মুক্তিযোদ্ধা পরিবারের বাড়ি-ঘর দখল ও জীবননাশের অভিযোগ পাওয়া গেছে।
পরিরাবের নিরাপত্তা চেয়ে ঈশ্বরদী থানায় সাধারণ ডাইরী(জিডি) করেছেন বীর মুক্তিযোদ্ধার সহধর্মীনী মোছাঃ ইসমত আরা। গত রবিবার (১৯ সেপ্টেম্বর) তিনি এ অভিযোগ দায়ের করেন।
বিবরণীতে ইসমত আরা জানান, গত ১৭ সেপ্টেম্বর সকালে আমাদের পরিবারের উপর পার্শ্ববর্তী আমছের আলী সরদার(৫৭), আলম সরদার (৪০), কনক সরদার(৩৭) অতর্কিত হামলা ও গালিগালাজ করে।
এছাড়া অসুস্থ বীর মুক্তিযোদ্ধা আকমল হোসেনকে শুক্রবার জুম্মার নামাজ পড়তে গেলে মসজিদের সভাপতি আশরাফ আলী সরদার এবং সেই মসজিদের ইমাম শহীদুল্লাহ গালিগালাজ করে মসজিদ থেকে বের করে দেন এবং ছেলে এনামুল হক আসিফকে স্থানীয় সন্ত্রাসী জিয়া শাহ ও সিহাব শাহকে দিয়ে প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি প্রদান করে চলেছেন। একারণে আমাদের পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আসাদুজ্জামান আসাদ বলেন, বীর মুক্তিযাদ্ধা পরিবারের বাড়ি-ঘর দখল ও তাদের উপর হামলার অভিযোগ পেয়েছি। পরিবারের পক্ষ থেকে জিডি করা হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থ গ্রহণ করা হবে।