পাবনার সাঁথিয়ায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

- প্রকাশিত সময় ১২:১৫:১৯ অপরাহ্ন, শনিবার, ১৬ অক্টোবর ২০২১
- / 129
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় ১ কেজি গাঁজাসহ সাইদ হোসেন(৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার ১৪ অক্টোবর সন্ধ্যায় সাঁথিয়া উপজেলার পাটগাড়ী বাস স্ট্যান্ড থেকে এই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী সাইদ সাঁথিয়া উপজেলার পাটগাড়ী গ্রামের মৃত শের আলীর ছেলে।
সাঁথিয়া থানা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সাঁথিয়া থানার এস আই আব্দুর রউফ ও এস আই মতিয়ারের নেতেৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে পাবনা-নগরবাড়ী মহাসড়কের পাটগাড়ী বাস স্ট্যান্ড থেকে সাইদ হোসেনকে আটক করে। এসময় তার নিকট থেকে ১কেজি গাঁজ উদ্ধার করা হয়।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, গোপন সংবাদে তাকে আটক করে তার নিকট রক্ষি ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। সে পেশাদার মাদকের ব্যবসায়ী। তার বিরুদ্ধে সাঁথিয়া থানায় মাদকের মামলা দায়ের হয়েছে। মামলা নং-১৬, তারিখ ১৪/১০/২১ইং।