ঈশ্বরদী ট্রাফিক অফিসে মহান শহীদ দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়নি

- প্রকাশিত সময় ০৫:৪৬:০৭ অপরাহ্ন, সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২
- / 209
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ বাংলাদেশ পুলিশের ঈশ্বরদী ট্রাফিক অফিসে অমর একুশে ফেবব্রুয়ারীতে মহান মহীদ দিবসে জাতীয় পতাকা অর্ধনর্মিত রাখা বা কালো পতাকা উত্তোলন করা হয়নি।
এই ঘটনায় স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
একুশে ফেব্রুয়ারীতে মহান শহীদ দিবসে ভাষা আন্দোলনে শহীহদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানোর জন্য সরকারিভাবে জাতীয় পতাকা অর্ধনর্মিত বা সর্বস্তরে কালো পতাকা উত্তোলনের বিধান রয়েছে।
এপ্রসংগে জেলা আওয়ামী লীগ নেতা ব্যরিষ্টার সৈয়দ আলী জিরু জানান, আজকের এই বিশেষ দিনে শহীদদের স্মরণে জাতীয় পতাকা অর্ধনর্মিত রাখার সরকারি বিধিবিধান রয়েছে। জাতীয় পতাকা সম্পূর্ণ উত্তোলন করলে পাশাপাশি কালো পতাকা উত্তোলন করতে হবে। সরকারের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে পতাকার এই অবস্থার জন্য তিনি নিন্দা জানিয়েছেন।
উপজেলা নির্বাহী অফিসার পি এম ইমরুল কায়েস বলেন, কালো পতাকা উত্তোলনের কোন নির্দেশনা আমাদের কাছে নেই। তবে আজকের দিনে জাতীয় পতাকা অর্ধনর্মিত না রাখা অপরাধ।