ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
সারাদেশের জেলা উপোজেলা পর্যায়ে দৈনিক স্বতঃকণ্ঠে সংবাদকর্মী নিয়োগ চলছে । আগ্রহী প্রার্থীগন জীবন বৃত্তান্ত ইমেইল করুন shatakantha.info@gmail.com // দৈনিক স্বতঃকণ্ঠ অনলাইন ও প্রিন্ট পত্রিকায় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৭১১-৩৩৩৮১১, ০১৭৪৪-১২৪৮১৪

পাবনার চাটমোহর মুদি দোকানে ভয়াবহ চুরি

বার্তাকক্ষ
  • প্রকাশিত সময় ০৭:৫৭:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২
  • / 116

চাটমোহর

প্রতীকী ছবি

 

চাটমোহর নতুন বাজার সিদ্দিক ষ্টোরে দূর্ধর্ষ চুরি, প্রায় ৪ লাখ টাকার মালামাল নিয়ে গেছে চোরে।


ঘটনার বিবরনে জানা যায় গত ৭/৪/২২ তারিখে দোকানের মালিক  মোঃ সিদ্দিকুর রহমান, পিতাঃ মোঃ আবুল হোসেন, সাং-সাড়োরা,পোঃ চাটমোহর নতুন বাজার,, চাটমোহর নতুন বাজার  গরু হাটের পুর্বপাশে নিশিপাড়া রোডের পুর্ব পাশে দীর্ঘ ২১ বছর যাবত সততার সহিত “সিদ্দিক স্টোর ” নামে খুচরা ও পাইকারী মুদিখানা ব্যবসা পরিচালনা করে আসছে । সে শুক্রবার বাদে প্রতিদিন সকাল থেকে দুপুর ২টা এবং বিকাল ৪টা থেকে রাত  ১১টা পর্যন্ত দোকানে বেচা কেনা করে। প্রতিদিন দোকান বন্ধ করার সময় দরজার হ্যাজবল্ডে ২ টা তালা লাগিয়ে বাড়ি চলে যায়।

কিন্তু গত ইং ৮/০৪/২০২২ তারিখ সকালে দোকান খুলতে গিয়ে দেখতে পান, দোকানের দরজার সাথে যে ২ টা তালা লাগনো ছিল তাহা নাই। পরবর্তীতে  সাক্ষী ১| মোঃ জহুরুল ইসলাম (৫২) পিতা মোঃ দবির উদ্দিন সাং- ছোট শালিকা, ২| মোঃ মোতালেব হোসেন পিতা মৃত জব্বার সর্দার, সাং – গুয়াখারা, উভয় থানা- চাটমোহর, জেলা- পাবনাদ্বয় সহ আরো অনেকের উপস্থিতিতে দোকানের ভিতরে গিয়ে দেখতে  পান যে, দোকানের র‍্যাকে স্টককৃত নেভী সিগারেট আনুমানিক ৫০ বান্ডিল যার মুল্য ৬৩,০০০/= টাকা, গোল্ডলিফ সিগারেট আনুমানিক ৩৫ বান্ডিল যার মুল্য ৭১,০০০/= টাকা, বেনসন সিগারেট আনুমানিক ৫০ বান্ডিল যার মুল্য ১,৩৫,০০০/= টাকা, এবং ক্যাশে বিক্রির জন্য সংরক্ষিত গ্রামীণ ফোনের রিচার্জ কার্ড যার আনুমানিক মুল্য ৮০,০০০/= টাকা, ক্যাশে সংরক্ষিত নগদ ২৮,০০০/= টাকাসহ সর্বমোট ৩,৭৭,০০০ টাকার সম্পদ কে বা কারা রাতে চুরি করে নিয়ে গেছে।

অতঃপর ১ নং সাক্ষী মোঃ জহরুল ইসলামকে মোবাইল ফোন করে ঘটনাস্থলে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করলে  সে চুরি হওয়ার বিষয়ে কিছু বলতে পারে না। এবিষয়ে স্থানীয় ১  নং ওয়ার্ডের কমিশনার ও মথুরাপুর ইউপি চেয়ারম্যানকে চুরির বিষয়ে জানানো হলে ১ নং ওয়ার্ডের কমিশনার মোহাম্মদ অপু পরিদর্শন করে দোকান চুরির বিষয়ে নিশ্চিত হয়ে  চাটমোহর থানায় কল করে জানান। চাটমোহর থানার কর্তব্যরত অফিসার এসআই সরোয়ার হোসেন তার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসে আশপাশের সাক্ষীগণকে জিজ্ঞাসা করে ঘটনাস্থল হতে চোর বা চোরদের ফেলে যাওয়া লোহার ছেনি উদ্ধার করে পুলিশ হেফাজতে নিয়ে যায়।

বিস্তারিত আসছে…..

 আরও পড়ুনঃ

এই রকম আরও টপিক

পাবনার চাটমোহর মুদি দোকানে ভয়াবহ চুরি

প্রকাশিত সময় ০৭:৫৭:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২
প্রতীকী ছবি

 

চাটমোহর নতুন বাজার সিদ্দিক ষ্টোরে দূর্ধর্ষ চুরি, প্রায় ৪ লাখ টাকার মালামাল নিয়ে গেছে চোরে।


ঘটনার বিবরনে জানা যায় গত ৭/৪/২২ তারিখে দোকানের মালিক  মোঃ সিদ্দিকুর রহমান, পিতাঃ মোঃ আবুল হোসেন, সাং-সাড়োরা,পোঃ চাটমোহর নতুন বাজার,, চাটমোহর নতুন বাজার  গরু হাটের পুর্বপাশে নিশিপাড়া রোডের পুর্ব পাশে দীর্ঘ ২১ বছর যাবত সততার সহিত “সিদ্দিক স্টোর ” নামে খুচরা ও পাইকারী মুদিখানা ব্যবসা পরিচালনা করে আসছে । সে শুক্রবার বাদে প্রতিদিন সকাল থেকে দুপুর ২টা এবং বিকাল ৪টা থেকে রাত  ১১টা পর্যন্ত দোকানে বেচা কেনা করে। প্রতিদিন দোকান বন্ধ করার সময় দরজার হ্যাজবল্ডে ২ টা তালা লাগিয়ে বাড়ি চলে যায়।

কিন্তু গত ইং ৮/০৪/২০২২ তারিখ সকালে দোকান খুলতে গিয়ে দেখতে পান, দোকানের দরজার সাথে যে ২ টা তালা লাগনো ছিল তাহা নাই। পরবর্তীতে  সাক্ষী ১| মোঃ জহুরুল ইসলাম (৫২) পিতা মোঃ দবির উদ্দিন সাং- ছোট শালিকা, ২| মোঃ মোতালেব হোসেন পিতা মৃত জব্বার সর্দার, সাং – গুয়াখারা, উভয় থানা- চাটমোহর, জেলা- পাবনাদ্বয় সহ আরো অনেকের উপস্থিতিতে দোকানের ভিতরে গিয়ে দেখতে  পান যে, দোকানের র‍্যাকে স্টককৃত নেভী সিগারেট আনুমানিক ৫০ বান্ডিল যার মুল্য ৬৩,০০০/= টাকা, গোল্ডলিফ সিগারেট আনুমানিক ৩৫ বান্ডিল যার মুল্য ৭১,০০০/= টাকা, বেনসন সিগারেট আনুমানিক ৫০ বান্ডিল যার মুল্য ১,৩৫,০০০/= টাকা, এবং ক্যাশে বিক্রির জন্য সংরক্ষিত গ্রামীণ ফোনের রিচার্জ কার্ড যার আনুমানিক মুল্য ৮০,০০০/= টাকা, ক্যাশে সংরক্ষিত নগদ ২৮,০০০/= টাকাসহ সর্বমোট ৩,৭৭,০০০ টাকার সম্পদ কে বা কারা রাতে চুরি করে নিয়ে গেছে।

অতঃপর ১ নং সাক্ষী মোঃ জহরুল ইসলামকে মোবাইল ফোন করে ঘটনাস্থলে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করলে  সে চুরি হওয়ার বিষয়ে কিছু বলতে পারে না। এবিষয়ে স্থানীয় ১  নং ওয়ার্ডের কমিশনার ও মথুরাপুর ইউপি চেয়ারম্যানকে চুরির বিষয়ে জানানো হলে ১ নং ওয়ার্ডের কমিশনার মোহাম্মদ অপু পরিদর্শন করে দোকান চুরির বিষয়ে নিশ্চিত হয়ে  চাটমোহর থানায় কল করে জানান। চাটমোহর থানার কর্তব্যরত অফিসার এসআই সরোয়ার হোসেন তার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসে আশপাশের সাক্ষীগণকে জিজ্ঞাসা করে ঘটনাস্থল হতে চোর বা চোরদের ফেলে যাওয়া লোহার ছেনি উদ্ধার করে পুলিশ হেফাজতে নিয়ে যায়।

বিস্তারিত আসছে…..

 আরও পড়ুনঃ