পাবনার ভাঙ্গুড়ায় হতদরিদ্র তিন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ

- প্রকাশিত সময় ০১:৫০:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২
- / 199
স্টাফ রিপোর্টার : পাবনার ভাঙ্গুড়ায় হতদরিদ্র পরিবারের তিন নারীর মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
অর্থনৈতিক ভাবে তাঁদেরকে স্বাবলম্বী করার লক্ষে সেলাই মেশিন দিয়ে সহায়তা করেন- লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট-৩১৫, বি-২ এর অ্যাডভাইজার ও লায়ন্স ক্লাব অব ঢাকা সাবেক প্রেসিডেন্ট লায়ন মো. শামসুল আলম।
২২ এপ্রিল শুক্রবার সকাল ১০ টার দিকে পৌরশহরের বড়ালব্রীজ খেলার মাঠস্থ হাজী খলিল মার্কেট চত্বরে হতদরিদ্র এসকল নারীদের হাতে সেলাই
মেশিন তুলে দেওয়া হয়।
এসময় সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম রবি, সহকারী অধ্যাপক সাখাওয়াত হোসেন ও দৈনিক আজকের পত্রিকার ভাঙ্গড়া প্রতিনিধি মনিরুজ্জামান ফারুক,
লিখন হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। লায়ন শামসুল আলম বলেন সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে হতদরিদ্র নারীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে এই ক্ষুদ্র প্রয়াস। অতীতের ন্যায় এ সহায়তা কার্যক্রম অব্যহত থাকবে।










