ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
সারাদেশের জেলা উপোজেলা পর্যায়ে দৈনিক স্বতঃকণ্ঠে সংবাদকর্মী নিয়োগ চলছে । আগ্রহী প্রার্থীগন জীবন বৃত্তান্ত ইমেইল করুন shatakantha.info@gmail.com // দৈনিক স্বতঃকণ্ঠ অনলাইন ও প্রিন্ট পত্রিকায় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৭১১-৩৩৩৮১১, ০১৭৪৪-১২৪৮১৪

ক্যান্সারে আক্রান্ত শর্মিলী আহমেদ মারা গেছেন

বার্তাকক্ষ
  • প্রকাশিত সময় ১০:৪৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ জুলাই ২০২২
  • / 136

শর্মিলী আহমেদ


বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০:৪৫ অপরাহ্ন, ৮ জুলাই ২০২২

বাংলা চলচ্চিত্র ও টিভি নাটকের এক সময়ের আলোচিত অভিনেত্রী শর্মিলী আহমেদ মারা গেছেন।

অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবীব নাসিম জানান, ৭৬ বছর বয়সী শর্মিলী আহমেদ দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। বৃহস্পতিবার রাতে হাসপাতাল থেকে উত্তরার বাসায় নেওয়ার পর শুক্রবার সকালে তার মৃত্যু হয়।

শর্মিলী আহমেদের মৃত্যুর খবর জানিয়ে সংসদ সদস্য অভিনেত্রী সুবর্ণা মুস্তফা এক ফেইসবুক পোস্টে লিখেছেন, “আমাদের সময়ের অসাধারণ এক অভিনয় শিল্পী, আমার প্রিয় চাচী আজ সকালে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার আত্মার শান্তি কামনা করছি। তার প্রয়াণে গোটা নাট্যজগত তাদের প্রিয় ‘আম্মা’কে হারালেন।”

শর্মিলী আহমেদ বাংলা সিনেমা ও টেলিভিশনে অভিনয় করেছেন দীর্ঘদিন। আশি ও নব্বইয়ের দশকে তাকে এত বেশি সিনেমা আর নাটকে মায়ের চরিত্রে অভিনয় করেছেন যে তার ওই ভূমিকাই অনেক দর্শকের মনেই দাগ কেটে আছে।

তার বোন ওয়াহিদা মল্লিক জলি জানান, শর্মিলী আহমেদকে বনানীতে তার স্বামী রকিব উদ্দিন আহমেদের কবরে সমাহিত করা হবে।

শর্মিলী আহমেদের আনুষ্ঠানিক নাম মাজেদা মল্লিক। ১৯৪৭ সালের ৮ মে মুর্শিদাবাদের বেলুর চাকে তার জন্ম হয়। রাজশাহী পিএন গার্লস হাই স্কুল থেকে এসএসসি করে ১৯৬৪ সালে চলচ্চিত্রে তার ক্যারিয়ার শুরু হয়। সে সময় রাজশাহী বেতারেও তিনি কাজ করেছেন।

বাংলাদেশ টেলিভিশনের প্রথম ধারাবাহিক নাটক দম্পত্তিসহ বিভিন্ন নাটকে অভিনয় করে জনপ্রিয়তা পান শর্মিলী আহমেদ। সুভাষ দত্ত পরিচালিত আলিঙ্গন, আয়না ও অবশিষ্ট, আর্বিভাব সিনেমাতও তিনি কাজ করেছেন।

অভিনয় জীবনে মঞ্চ, টিভি ও সিনেমায় নানা চরিত্রে তাকে দেখা গেছে। তার অভিনীত চলচ্চিত্রের সংখ্যা প্রায় দেড়শ, নাটক করেছেন চারশর মত।

শর্মিলী আহমেদের স্বামী রকিব উদ্দিন আহমেদও একজন পরিচালক ছিলেন। তার নির্মিত পলাতক সিনেমায় অভিনয় করেছিলেন স্ত্রী শর্মিলী।

অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবীব নাসিম জানান, শুক্রবার জুমার পর উত্তরায় জানাজা হবে শর্মিলী আহমেদের। আসরের পর বনানী কবরস্থানে আরেক দফা জানাজা শেষে সেখানেই তাকে সমাহিত করা হয় তাঁকে।

বনানী গোরস্তানে চিরনিদ্রায় শায়িত শর্মিলী আহমেদ
দুই দশক আগে মারা যান অভিনয়শিল্পী শর্মিলী আহমেদের স্বামী রাকিব উদ্দিন আহমেদ। বনানী কবরস্থানে সমাহিত করা হয়েছিল তাঁকে। একই কবরে শুক্রবার বাদ আসর সমাহিত করা হয়েছে শর্মিলী আহমেদকে।

শর্মিলী আহমেদের বয়স হয়েছিল ৭৬ বছর। অভিনয়শিল্পী বোন ওয়াহিদা মল্লিক জানান, মাস দুয়েক আগে তাঁর বোনের ক্যানসার ধরা পড়ে। এ নিয়ে তাঁর মধ্যে কিছুটা হতাশা কাজ করছিল। মৃত্যুর আগে শর্মিলী আহমেদেকে ২৮টি কেমোথেরাপি দেওয়া হয়।

শর্মিলী আহমেদেরর প্রকৃত নাম মাজেদা মল্লিক। ১৯৪৬ সালের ৮ মে তৎকালীন ব্রিটিশ ভারতের মুর্শিদাবাদের বেলডাঙ্গা গ্রামে জন্ম। মাত্র চার বছর বয়সে অভিনয় শুরু। ক্যারিয়ার শুরু করেন রেডিওতে। ছিলেন রাজশাহী বেতারের শিল্পী। ষাটের দশকে চলচ্চিত্রে নাম লেখান শর্মিলী। প্রথম চলচ্চিত্র ‘ঠিকানা’ (উর্দু ভাষায় নির্মিত) অবশ্য আলোর মুখ দেখেনি। সুপরিচিত হয়ে ওঠেন সুভাষ দত্তের ‘আলিঙ্গন’, ‘আয়না ও অবশিষ্ট’ ও ‘আবির্ভাব’ চলচ্চিত্র দিয়ে।

 


 আরও পড়ুনঃ

 আরও পড়ুনঃ


ক্যান্সারে আক্রান্ত শর্মিলী আহমেদ মারা গেছেন

প্রকাশিত সময় ১০:৪৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ জুলাই ২০২২

শর্মিলী আহমেদ


বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০:৪৫ অপরাহ্ন, ৮ জুলাই ২০২২

বাংলা চলচ্চিত্র ও টিভি নাটকের এক সময়ের আলোচিত অভিনেত্রী শর্মিলী আহমেদ মারা গেছেন।

অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবীব নাসিম জানান, ৭৬ বছর বয়সী শর্মিলী আহমেদ দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। বৃহস্পতিবার রাতে হাসপাতাল থেকে উত্তরার বাসায় নেওয়ার পর শুক্রবার সকালে তার মৃত্যু হয়।

শর্মিলী আহমেদের মৃত্যুর খবর জানিয়ে সংসদ সদস্য অভিনেত্রী সুবর্ণা মুস্তফা এক ফেইসবুক পোস্টে লিখেছেন, “আমাদের সময়ের অসাধারণ এক অভিনয় শিল্পী, আমার প্রিয় চাচী আজ সকালে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার আত্মার শান্তি কামনা করছি। তার প্রয়াণে গোটা নাট্যজগত তাদের প্রিয় ‘আম্মা’কে হারালেন।”

শর্মিলী আহমেদ বাংলা সিনেমা ও টেলিভিশনে অভিনয় করেছেন দীর্ঘদিন। আশি ও নব্বইয়ের দশকে তাকে এত বেশি সিনেমা আর নাটকে মায়ের চরিত্রে অভিনয় করেছেন যে তার ওই ভূমিকাই অনেক দর্শকের মনেই দাগ কেটে আছে।

তার বোন ওয়াহিদা মল্লিক জলি জানান, শর্মিলী আহমেদকে বনানীতে তার স্বামী রকিব উদ্দিন আহমেদের কবরে সমাহিত করা হবে।

শর্মিলী আহমেদের আনুষ্ঠানিক নাম মাজেদা মল্লিক। ১৯৪৭ সালের ৮ মে মুর্শিদাবাদের বেলুর চাকে তার জন্ম হয়। রাজশাহী পিএন গার্লস হাই স্কুল থেকে এসএসসি করে ১৯৬৪ সালে চলচ্চিত্রে তার ক্যারিয়ার শুরু হয়। সে সময় রাজশাহী বেতারেও তিনি কাজ করেছেন।

বাংলাদেশ টেলিভিশনের প্রথম ধারাবাহিক নাটক দম্পত্তিসহ বিভিন্ন নাটকে অভিনয় করে জনপ্রিয়তা পান শর্মিলী আহমেদ। সুভাষ দত্ত পরিচালিত আলিঙ্গন, আয়না ও অবশিষ্ট, আর্বিভাব সিনেমাতও তিনি কাজ করেছেন।

অভিনয় জীবনে মঞ্চ, টিভি ও সিনেমায় নানা চরিত্রে তাকে দেখা গেছে। তার অভিনীত চলচ্চিত্রের সংখ্যা প্রায় দেড়শ, নাটক করেছেন চারশর মত।

শর্মিলী আহমেদের স্বামী রকিব উদ্দিন আহমেদও একজন পরিচালক ছিলেন। তার নির্মিত পলাতক সিনেমায় অভিনয় করেছিলেন স্ত্রী শর্মিলী।

অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবীব নাসিম জানান, শুক্রবার জুমার পর উত্তরায় জানাজা হবে শর্মিলী আহমেদের। আসরের পর বনানী কবরস্থানে আরেক দফা জানাজা শেষে সেখানেই তাকে সমাহিত করা হয় তাঁকে।

বনানী গোরস্তানে চিরনিদ্রায় শায়িত শর্মিলী আহমেদ
দুই দশক আগে মারা যান অভিনয়শিল্পী শর্মিলী আহমেদের স্বামী রাকিব উদ্দিন আহমেদ। বনানী কবরস্থানে সমাহিত করা হয়েছিল তাঁকে। একই কবরে শুক্রবার বাদ আসর সমাহিত করা হয়েছে শর্মিলী আহমেদকে।

শর্মিলী আহমেদের বয়স হয়েছিল ৭৬ বছর। অভিনয়শিল্পী বোন ওয়াহিদা মল্লিক জানান, মাস দুয়েক আগে তাঁর বোনের ক্যানসার ধরা পড়ে। এ নিয়ে তাঁর মধ্যে কিছুটা হতাশা কাজ করছিল। মৃত্যুর আগে শর্মিলী আহমেদেকে ২৮টি কেমোথেরাপি দেওয়া হয়।

শর্মিলী আহমেদেরর প্রকৃত নাম মাজেদা মল্লিক। ১৯৪৬ সালের ৮ মে তৎকালীন ব্রিটিশ ভারতের মুর্শিদাবাদের বেলডাঙ্গা গ্রামে জন্ম। মাত্র চার বছর বয়সে অভিনয় শুরু। ক্যারিয়ার শুরু করেন রেডিওতে। ছিলেন রাজশাহী বেতারের শিল্পী। ষাটের দশকে চলচ্চিত্রে নাম লেখান শর্মিলী। প্রথম চলচ্চিত্র ‘ঠিকানা’ (উর্দু ভাষায় নির্মিত) অবশ্য আলোর মুখ দেখেনি। সুপরিচিত হয়ে ওঠেন সুভাষ দত্তের ‘আলিঙ্গন’, ‘আয়না ও অবশিষ্ট’ ও ‘আবির্ভাব’ চলচ্চিত্র দিয়ে।

 


 আরও পড়ুনঃ

 আরও পড়ুনঃ