অতিরিক্ত ভাড়া নেয়ায় শাহাজাদপুর ট্রাভেলস-কে জরিমানা

- প্রকাশিত সময় ০৭:২১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২
- / 157
পাবনা সংবাদদাতা
প্রকাশিত: ০৭:২১ অপরাহ্ন, ১৪ জুলাই ২০২২
পাবনায় অতিরিক্ত ভাড়া নেয়ায় শাহজাদপুর ট্রাভেলস পরিবহন কে জরিমানা করেছে ভোক্তা অধিকারের অভিযানিক দল।
বুধবার দুপুরে পাবনা শহরের আব্দুল হামিদ রোডে শাহজাদপুর ট্রাভেলস এ অভিযান চালিয়ে ছয় হাজার টাকা জরিমানা আদায় আরোপ ও আদায় করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা অফিস সুত্রে জানাযায়, পাবনা থেকে ঢাকার বিআরটিএর নির্ধারিত ভাড়া ৫৪৬ টাকা কিন্ত শাহজাদপুর ট্রাভেলস ৬৫০ টাকা ভাড়া আদায় করছিল। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারা অনুয়ায়ী এটা দন্ডনীয় অপরাধ।এর প্রেক্ষিতে শাহজাদপুর ট্রাভেলস কে ছয় হাজার টাকা জরিমান আরোপ ও আদায় করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা অফিসের সহকারী পরিচালক মো. জহিরুলের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
উল্লেখ্য, কয়েকদিন আগে একজন যাত্রীর কাছ থেকে পাবনা- ঢাকা ভাড়া বাবদ ৬৫০ টাকা নিয়ে ৫৫০ টাকার টিকেট দেয় শাহজাদপুর ট্রাভেলসের কর্মরতরা। এসময় ঐ যাত্রী বিষয়টি জানতে চাইলে তার সাথে শাহজাদপুর ট্রভেলসের কর্মরত একজন বাজে আচরণ করে। এজন্য ঐ যাত্রী ভোক্তা অধিকারে অভিযোগ করে।
- শার্শার পল্লীতে রেকর্ডকৃত সম্পত্তি জবর দখল করে জোরপূর্বক গাছ কাটার অভিযোগ 
- ঈদে রানা ইকো পার্কে উপচে পড়া ভীড়, চলছে কনসার্ট 
- রাজশাহীতে অধ্যক্ষ পেটানোর অভিযোগ, দলীয় পাল্টাপাল্টি বক্তব্য, তদন্ত কমিটি গঠন 
- ফেনীতে মায়ের সামনে মেয়েকে ধর্ষণ মামলায় ৩ জনের ফাঁসি 
- ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিট-১৯ কীট টেস্ট নিয়ে চলছে রমরমা বাণিজ্য 
- এসএম হাইস্কুলের প্রাক্তন সহকারি প্রধান শিক্ষক আব্দুর রহিমের ইন্তেকাল 
 
- চাটখিল খোরশেদ আরা বেগম ফাউন্ডেশনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত 
- হবিগঞ্জে নৌকাডুবিতে ৪ নারীর মৃত্যু 
 
- চাটখিল এক্স-স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত 
 
- ডলার সংকট চরমে, আমদানি স্থবির 
 
















