বিজ্ঞপ্তি :
সাঁথিয়ায় মশক নিধন ও পরিচ্ছিন্নতা সপ্তাহ পালিত

বার্তাকক্ষ
- প্রকাশিত সময় ০৯:২২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০১৯
- / 126
গতকাল বৃহস্পতিবার পাবনার সাঁথিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মশক নিধন ও পরিছন্নতা সপ্তাহ পালন উপলক্ষে র্যালী ও আলোচনা সভার আযোজন করে।
সকাল সাড়ে১০টায় উপজেলা পরিষদ থেকে র্যালটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালী শেষে উপজেলা টেনিস মাঠে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হালিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার।
আরো বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোজাফ্ফর হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিমা সুলতানা শিলা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, সাঁথিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম প্রমুখ