অসহায় ও পঙ্গু শ্রমিকদের সাথে আমিরুল ইসলাম ইসহাকের নির্বাচনী সভা

- প্রকাশিত সময় ০৪:২৭:০১ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০১৯
- / 123
আগামী ১৪ আগষ্ট পাবনা জেলা ট্রাক, ট্রাংক লরি, কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষীক নির্বাচন অনুষ্ঠিত হবে।
এই নির্বাচন উপলক্ষে য্গ্মু-সাধারন সম্পাদক পদে আমিরুল ইসলাম ইসহাকের নির্বাচনী সভা গতকাল পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনালে লস্করপুর ট্রাক, ট্রাংক লরি, কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের শাখা অফিসে অনুষ্ঠিত হয়।
পঙ্গু অসহায় শ্রমিকদের উদ্যেশ্যে আমিরুল ইসলাম ইসহাক বলেন, আমি বিগত দিনে আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আমার সাধ্যের মধ্যে যতটুকু পেরেছি আপনাদের সাহায্য করেছি।
এবারও যদি আপানাদের ভোটে আমি বিজয়ী হতে পারি আমি বিগত দিনে যে ভাবে আপনাদের সেবা ও সাহায্য সহযোগীতা করেছি এবারও তার ব্যতিক্রম হবে না।
তাই আমাকে আমার প্রতিক ছাতা মার্কায় একটি করে আপনার মূল্যবান ভোট দিয়ে বিজয়ী করবেন বলে আমি মনে করি।
নির্বাচনি জন সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোস্তফা জামান ঈশ্বরদী ট্রাক, ট্রাংক লরি, কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি ভাষা প্রামানিক সহ-সাধারন সম্পাদক বকুল আলী।
সাংগঠনিক সম্পাদক ইউনুস আলী, সাবেক সাধারন সম্পাদক আবুল কাশেম, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান মিঠু এছাড়াও পাবনা জেলার বিভিন্ন শাখার শ্রমিক বৃন্দ উপস্থিত ছিলেন।