বিজ্ঞপ্তি :
ডেঙ্গু প্রতিরোধে সাঁথিয়ায় পৌরসভার উদ্যোগে বিভিন্ন এলাকায় মশক নিধন অভিযান উদ্বোধন

বার্তাকক্ষ
- প্রকাশিত সময় ০৫:৩০:৫৫ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০১৯
- / 150
শনিবার ৩ আগষ্ট পাবনার সাঁথিয়া পৌরসভার উদ্যোগে ও পৌর মেয়র মিরাজুল ইসলাম প্রামানিকের সভাপতিত্বে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নিবার্হী অফিসার আব্দুল হালিম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোজাফ্ফর হোসেন, সাঁথিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি জয়নুল আবেদীন রানা, সাধারণ সম্পাদক আবুল কাশেম, মানিক মিয়া রানা, কাউন্সিলর আব্দুল হাই, সিরাজুল হকসহ সুধীজন।
পৌর মেয়র মিরাজুল ইসলাম প্রাানিক জানান, সাঁথিয়া পৌরসভায় মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। বন্যা ও মশাবাহিত রোগ ডেঙ্গু পৌরসভার কাজ বহুগুন বাড়িয়ে দিয়েছে। ডেঙ্গু মোকাবেলায় পৌরসভার পক্ষ হতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এসময় তিনি গুজব ছড়ানো এবং ডেঙ্গুর বিস্তার রোধে সমাজের সকল শ্রেনি পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।।