ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
সারাদেশের জেলা উপোজেলা পর্যায়ে দৈনিক স্বতঃকণ্ঠে সংবাদকর্মী নিয়োগ চলছে । আগ্রহী প্রার্থীগন জীবন বৃত্তান্ত ইমেইল করুন shatakantha.info@gmail.com // দৈনিক স্বতঃকণ্ঠ অনলাইন ও প্রিন্ট পত্রিকায় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৭১১-৩৩৩৮১১, ০১৭৪৪-১২৪৮১৪

বিরামপুর শ্রীপুরে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী কবি গান অনুষ্ঠিত 

বিরামপুর (দিনাজপুর)প্রতিনিধি
  • প্রকাশিত সময় ০২:২৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২
  • / 116

বিরামপুর (দিনাজপুর)প্রতিনিধিঃ

বিরামপুর শ্রীপুর গ্রামে, গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী কবি গান অনুষ্ঠিত।

“সাদা সাদা,কালা কালা” গান দিয়ে শুরু হয় ঐতিহ্যবাহী কবি গান। শত শত লোক ভীড় করছে গান শোনার জন্য, কেউ মাঠিতে খড় বিছেয়ে শুনছে কেউবা দাড়িয়ে, শীতের চাদর মুড়িয়ে আসছে গান শুনতে।

দিনাজপুর বিরল উপজেলার নিত্যনন্দ কবি গানের দল দিতি রানী সরকার এবং ওপার বাংলার লোককবি ফুলাবাড়ী উপজেলার সামিনুল ও তার দল অংশগ্রহণ করে এই কবিগানে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (০৩ নভেম্বর) রাত ১০ টায় শুরু হয় কবি গান। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কবি গান শুনতে দুপুর থেকেই দারাড়পাড়, শ্রীপুর-উত্তরপাড়া, দূর্গাপুর, টাটকপুর, কুশলপুর, পলিপাড়াসহ আশপাশের গ্রাম থেকে দলে দলে শত শত মানুষের সমাগম ঘটে। রাত যত বাড়তে থাকে ততই যেন মানুষ বাড়তে থাকে।

চন্ডিপুর থেকে কবি গান শুনতে আসা ১ নং ওয়ার্ড সদস্য মোজ্জামেল হক  বলেন, গ্রামবাংলার আনন্দ- বিনোদনের অন্যতম খোরাক কবিগান। তাৎক্ষণিক ভাবে সুরের সঙ্গে কথা বেঁধে মঞ্চেই এ গান পরিবেশিত হয়। পাল্টাপাল্টি যুক্তি-তর্ক আর গানে গানে দুই কবিয়ালের লড়াইয়ের মধ্য দিয়ে কবিগান শুরু হয়। এ গানের আসরে দুটি দলই পালাক্রমে প্রতিযোগিতার মাধ্যমে এই গান পরিবেশন করে। এটি বাংলা লোকসংগীতের একটি বিশেষ ধারা।

আয়োজনদের মধ্যে অন্যতম ইনসান  বলেন, এত লোকজনের সমাগম হবে ঠিক বুঝতে পারি নি। সত্যি ভীষণ অবাক হয়েছি। মন্ত্রমুগ্ধের মতো আগত শ্রোতাবৃন্দ কবি গান উপভোগ করেছেন। আমরা সকলের কাছে কৃতজ্ঞ, আমাদের পাশে থেকে সাপোর্ট করার জন্য।

বিরামপুর শ্রীপুরে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী কবি গান অনুষ্ঠিত 

প্রকাশিত সময় ০২:২৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২

বিরামপুর (দিনাজপুর)প্রতিনিধিঃ

বিরামপুর শ্রীপুর গ্রামে, গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী কবি গান অনুষ্ঠিত।

“সাদা সাদা,কালা কালা” গান দিয়ে শুরু হয় ঐতিহ্যবাহী কবি গান। শত শত লোক ভীড় করছে গান শোনার জন্য, কেউ মাঠিতে খড় বিছেয়ে শুনছে কেউবা দাড়িয়ে, শীতের চাদর মুড়িয়ে আসছে গান শুনতে।

দিনাজপুর বিরল উপজেলার নিত্যনন্দ কবি গানের দল দিতি রানী সরকার এবং ওপার বাংলার লোককবি ফুলাবাড়ী উপজেলার সামিনুল ও তার দল অংশগ্রহণ করে এই কবিগানে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (০৩ নভেম্বর) রাত ১০ টায় শুরু হয় কবি গান। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কবি গান শুনতে দুপুর থেকেই দারাড়পাড়, শ্রীপুর-উত্তরপাড়া, দূর্গাপুর, টাটকপুর, কুশলপুর, পলিপাড়াসহ আশপাশের গ্রাম থেকে দলে দলে শত শত মানুষের সমাগম ঘটে। রাত যত বাড়তে থাকে ততই যেন মানুষ বাড়তে থাকে।

চন্ডিপুর থেকে কবি গান শুনতে আসা ১ নং ওয়ার্ড সদস্য মোজ্জামেল হক  বলেন, গ্রামবাংলার আনন্দ- বিনোদনের অন্যতম খোরাক কবিগান। তাৎক্ষণিক ভাবে সুরের সঙ্গে কথা বেঁধে মঞ্চেই এ গান পরিবেশিত হয়। পাল্টাপাল্টি যুক্তি-তর্ক আর গানে গানে দুই কবিয়ালের লড়াইয়ের মধ্য দিয়ে কবিগান শুরু হয়। এ গানের আসরে দুটি দলই পালাক্রমে প্রতিযোগিতার মাধ্যমে এই গান পরিবেশন করে। এটি বাংলা লোকসংগীতের একটি বিশেষ ধারা।

আয়োজনদের মধ্যে অন্যতম ইনসান  বলেন, এত লোকজনের সমাগম হবে ঠিক বুঝতে পারি নি। সত্যি ভীষণ অবাক হয়েছি। মন্ত্রমুগ্ধের মতো আগত শ্রোতাবৃন্দ কবি গান উপভোগ করেছেন। আমরা সকলের কাছে কৃতজ্ঞ, আমাদের পাশে থেকে সাপোর্ট করার জন্য।