আটঘরিয়া একদন্ত ম্যাকস এন্ড কলেজ শাখার ফলাফল ঘোষণা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত

- প্রকাশিত সময় ০৫:০৭:২২ অপরাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২
- / 159
আটঘরিয়া (পাবন) প্রতিনিধি:
পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ম্যাকস স্কুল এন্ড কলেজ শাখার উদ্যোগে শিক্ষার্থীদের ফলাফল ঘোষণা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন ম্যাকস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নুরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন একদন্ত ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এজেএমডি আব্দুল জলিল এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন একদন্ত ইউপি চেয়ারম্যান লিয়াকত হোসেন আলাল সরদার, সাবেক শিক্ষক হাবিবুর রহমান, ম্যাকস এর শুভাকাঙ্ক্ষী ওয়ালিদ হাসান স্বপন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ নুরুল ইসলাম।
অন্যান্যের আরও বক্তব্য রাখেন অভিভাবক সাথী ইসলাম, শিউলি খাতুন, হাবিবুর রহমান, মাশরাফি প্রমুখ। শিক্ষার্থীদের মধ্যে কবিতা ও সংগীত পরিবেশন করেন ইভা মনি, মহিমা খাতুন, মারিয়া খাতুন।
উপস্থিত ছিলেন সমাজ সেবক আমিনুল ইসলাম, শিক্ষক আব্দুস সোবহান, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার সুধিজন। অনুষ্ঠানটি পরিচালনা করেন একদন্ত ম্যাকস স্কুল এন্ড কলেজ শাখার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিরুল ইসলাম। শেষে শিক্ষার্থীদের মাঝে উপকরণ বিতরণ, পুরুষ্কার বিতরণ ও ফলাফল ঘোষণা করা হয়।