সাঁথিয়ায় পলিনেট হাউজের উদ্বোধন
- প্রকাশিত সময় ১২:৩২:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২
- / 272
পাবনার সাঁথিয়া উপজেলাধীন মাধপুরে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগীয় কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মিত পলিনেট হাউজের উদ্বোধন করেন প্রকল্প পরিচালক ড. এস এম হাসানুজ্জামান। ছবি: স্বতঃকণ্ঠ
পাবনার সাঁথিয়া উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ও রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে উপজেলার মাধপুর গ্রামে জলবায়ুর ক্ষতিকর প্রভাবমৃক্ত নিয়ন্ত্রিত পরিবেশে বছরব্যাপী নিরাপদ উচ্চমূল্য ফলন উৎপাদনের জন্য পলিনেট হাউজ স্থাপন করা হয়।
গতকাল বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলার মাধপুর গ্রামের কৃষক নজরুল ইসলামের ২৮শতাংশ জমিতে উন্নত বিশে^র গ্রীন হাউজের আদলে পলিনেট হাউজের উদ্বোধন করেন রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আরডিএডিপি প্রকল্প পরিচালক ড. এস এম কৃষিবিদ হাসানুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সঞ্জীব কুমার গোস্বামী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ ফারুখ হোসেন চৌধরীসহ উপসহকারী কৃষিকর্মকর্তা ও প্রশিক্ষিত কৃষকগণ।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সঞ্জীব কুমার গোস্বামী বলেন, এই পলিনেট হাউজের শতকরা ৬০% সূর্ষালোক প্রতিরোধী শেড ও নেট স্থাপন করা হয়েছে। আধুনিক পদ্ধতিতে সেচ প্রদানের জন্য স্পীংলার, (ফ্লোরা) র্মিষ্ট (স্কোয়াশা) ও ড্রিল পদ্ধতিতে সেচ প্রদান করায় একদিকে যেমন ভুগর্বস্থ পানির ওপর চাপ কমবে অন্যদিকে পানির অপচয় কমে যাবে এবং আগাছা নিয়ন্ত্রনে থাকবে। ক্ষতিকর পোকা মাকড় ও রোগবালাই মুক্ত পরিবেশে এই পলিনেট হাউজে ক্যাপসিকাম, টমেটো, লেটুস পাতাসহ বিভিন্ন উচ্চ মূল্যের সবজি ও শোভাবর্ধক ফুল আবাদ করা সম্ভব হবে।
কৃষক নজরুল ইসলাম, সাঁথিয়া উপজেলা কৃষি অফিস থেকে আধুনিক চাষবাদ পদ্ধতির ওপর একজন আদর্শ কৃষক হওয়ায় এই পলিনেট হাউজে উচ্চ মূল্যো ফসল আবাদের মাধ্যমে তার আর্থ সামাজিক পরিস্থিতির উন্নতি হবে সেই সাথে সাঁথিয়ার কৃষিতে বৈচিত্র্যতা আসবে।