ভাঙ্গুড়ায় বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহর উপর আলোচনা সভা ও র্যালি
- প্রকাশিত সময় ০১:১৫:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২
- / 121
“সকলে মিলে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধ করি” এই প্রতিপাদ্য নিয়ে পাবনার ভাঙ্গুড়ায় বিশ্ব এন্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ উপলক্ষ্যে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সন্মেলন কক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোসাঃ হালিমা খানম এর সভাপতিত্বে এবং আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ আল আমিন হোসাইন এর পরিচালনায় দিবসের আলোকে বক্তব্য রাখেন,ডাঃ মোঃ শাহিন রেজা, ডাঃ শরিফুল ইসলাম, ডাঃ বৃষ্টি পারভীন, নার্সিং সুপারভাইজার মোছাঃ শাহনাজ পারভীন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এইচ, আই, মোঃ সোবহান হোসেন, এস আই নুরুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভায় কেমিস্টস্, ঔষধ ফার্মেসীর মালিকসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা অংশ গ্রহন করেন। পরে স্বাস্থ্য কমপ্লেক্স চত্তর থেকে একটি র্যালি বের হয়ে সদর প্রদিক্ষণ করে।