ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, রবিবার, ০২ জুন ২০২৪, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
সারাদেশের জেলা উপোজেলা পর্যায়ে দৈনিক স্বতঃকণ্ঠে সংবাদকর্মী নিয়োগ চলছে । আগ্রহী প্রার্থীগন জীবন বৃত্তান্ত ইমেইল করুন shatakantha.info@gmail.com // দৈনিক স্বতঃকণ্ঠ অনলাইন ও প্রিন্ট পত্রিকায় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৭১১-৩৩৩৮১১, ০১৭৪৪-১২৪৮১৪

এসএসসি পরীক্ষায় স্কয়ার হাই স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের শতভাগ গোল্ডেন এ-প্লাস অর্জন

পাবনা প্রতিনিধি:
  • প্রকাশিত সময় ১১:০৮:১৭ অপরাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২
  • / 161

পাবনার স্কয়ার হাই স্কুল এন্ড কলেজের এসএসসিতে এ+প্লাস পাওয়া শিক্ষার্থীদের একাংশ। ছবি: স্বতঃকণ্ঠ

গতকাল সোমবার প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে পাবনার স্কয়ার হাই স্কুল এন্ড কলেজ শতভাগ জিপিএ-৫এর কৃতিত্ব অর্জন করেছে।

রাজশাহী শিক্ষা বোর্ডের অধীন২০২২ সালের মাধ্যমিক পরীক্ষায় প্রকাশিত ফলাফল অনুযায়ী তারাজিপিএ-৫ পেয়ে শতভাগ সাফল্যের নজির স্থাপন করে। এ স্কুল থেকেএবার এস এসসি পরিক্ষায় ৩৫ শিক্ষার্থী ইংরেজি ভার্সনে পরীক্ষায় অংশ নেয়। তন্মধ্যে ১২৮৫ রেকর্ড নম্বর নিয়ে উত্তীর্ণ হয়েছেনূরুল মাহির।

অন্যান্য শিক্ষাথর্ী হলো তাহিয়াত তাবাচ্ছুমতানহা, মাইশা ইকবাল হৃদিতা, নুজহাট তাবাচ্ছুম হক, আফরিনজামান, নওরীন রহমান, মেহজাবিন আফরোজ, রায়াদ ইসলাম রাশেদ,সাদিয়া নাওয়াল রাইসা চৌধুরী, মীর ফাতিহা ইসলাম, মেহরিন ইমাসুদ তাবাচ্ছুম, শেখ গালিব আলদীন, রাকিব খান, আবিদাতাবাচ্ছুম স্মৃতি, মেহজাবিন খান, এরিনা রহমান, সৈয়াদাহুমায়রা সিদ্দিকা, জেরিন তাসনিম স্নেহা, তির্থাঙ্ক বিশ্বাস,অর্পন যোসেফ গোমেজ, তাবাচ্ছুম তাসনিম, সাদাত কাদেরী,নুসরাত জাহান সুমাইয়া, লামিয়া ইসলাম মিম, রওশন আরাফেরদৌস, তাসকিয়া কবীর, এস এম জাফির রহমান, অনিলাআঞ্জুম, খন্দকার ফারহানুল হাবিব, শাহরিয়ার ইমাম, জান্নাতুলফেরদৌস, এস এম সোয়াদ আলম, মাইশা ফাহমিদা, লাবিব ফয়সালও তাজাল্লি শাহরিন।

শিক্ষার্থীদের এ অনন্য সাফল্যের জন্য স্কয়ার গ্রুপের পরিচালক এবং স্কয়ার স্কুল এন্ড কলেজের পরিচালনা পরিষদের সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টু উত্তীর্ণ শিক্ষার্থীদের এবং স্কুলের অধ্যক্ষ, উপাধ্যক্ষ সহসংশিষ্ট শিক্ষকদের অভিনন্দন জানিয়েছেন।

এই রকম আরও টপিক

এসএসসি পরীক্ষায় স্কয়ার হাই স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের শতভাগ গোল্ডেন এ-প্লাস অর্জন

প্রকাশিত সময় ১১:০৮:১৭ অপরাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২

গতকাল সোমবার প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে পাবনার স্কয়ার হাই স্কুল এন্ড কলেজ শতভাগ জিপিএ-৫এর কৃতিত্ব অর্জন করেছে।

রাজশাহী শিক্ষা বোর্ডের অধীন২০২২ সালের মাধ্যমিক পরীক্ষায় প্রকাশিত ফলাফল অনুযায়ী তারাজিপিএ-৫ পেয়ে শতভাগ সাফল্যের নজির স্থাপন করে। এ স্কুল থেকেএবার এস এসসি পরিক্ষায় ৩৫ শিক্ষার্থী ইংরেজি ভার্সনে পরীক্ষায় অংশ নেয়। তন্মধ্যে ১২৮৫ রেকর্ড নম্বর নিয়ে উত্তীর্ণ হয়েছেনূরুল মাহির।

অন্যান্য শিক্ষাথর্ী হলো তাহিয়াত তাবাচ্ছুমতানহা, মাইশা ইকবাল হৃদিতা, নুজহাট তাবাচ্ছুম হক, আফরিনজামান, নওরীন রহমান, মেহজাবিন আফরোজ, রায়াদ ইসলাম রাশেদ,সাদিয়া নাওয়াল রাইসা চৌধুরী, মীর ফাতিহা ইসলাম, মেহরিন ইমাসুদ তাবাচ্ছুম, শেখ গালিব আলদীন, রাকিব খান, আবিদাতাবাচ্ছুম স্মৃতি, মেহজাবিন খান, এরিনা রহমান, সৈয়াদাহুমায়রা সিদ্দিকা, জেরিন তাসনিম স্নেহা, তির্থাঙ্ক বিশ্বাস,অর্পন যোসেফ গোমেজ, তাবাচ্ছুম তাসনিম, সাদাত কাদেরী,নুসরাত জাহান সুমাইয়া, লামিয়া ইসলাম মিম, রওশন আরাফেরদৌস, তাসকিয়া কবীর, এস এম জাফির রহমান, অনিলাআঞ্জুম, খন্দকার ফারহানুল হাবিব, শাহরিয়ার ইমাম, জান্নাতুলফেরদৌস, এস এম সোয়াদ আলম, মাইশা ফাহমিদা, লাবিব ফয়সালও তাজাল্লি শাহরিন।

শিক্ষার্থীদের এ অনন্য সাফল্যের জন্য স্কয়ার গ্রুপের পরিচালক এবং স্কয়ার স্কুল এন্ড কলেজের পরিচালনা পরিষদের সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টু উত্তীর্ণ শিক্ষার্থীদের এবং স্কুলের অধ্যক্ষ, উপাধ্যক্ষ সহসংশিষ্ট শিক্ষকদের অভিনন্দন জানিয়েছেন।