বিজ্ঞপ্তি :
র্যাবের হাতে ৩৩০ বোতল দেশি মদসহ এক মাদক কারবারি গ্রেফতার

অনলাইন ডেস্ক:
- প্রকাশিত সময় ০২:৪৭:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২
- / 143

গ্রেফতারকৃত মোঃ রেজাউল করিম (৪১), পিতা—মৃত কালু শেখ, সাং—জামতলী, পিয়ারাখালী, থানা—ঈশ^রদী, জেলা—পাবনা।
পাবনা র্যাব—১২ সিপিসি-২ বৃহস্পতিবার রাত ১১.৩০ টায় ঈশ্বরদী থানাধীন ট্রাফিক মোড় সিএনজি স্ট্যান্ড সংলগ্ন ব্রাদার্স ফার্মেসী মাদক উদ্ধার অভিযান চালিয়ে ৩৩০ বোতল (২০০ লিটার) দেশী মদ, ১টি ব্যাটারী চালিত রিক্সা, ১টি মোবাইল ফোন, ১টি সিমকার্ডসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। আসামীর নাম মোঃ রেজাউল করিম (৪১), পিতা—মৃত কালু শেখ, সাং—জামতলা, পিয়ারাখালী, থানা—ঈশ্বরদী, জেলা—পাবনা।
মামলা হয়েছে ঈশ্বরদী থানায়। – প্রেস বিজ্ঞপ্তি
এই রকম আরও টপিক
৩৩০ বোতল দেশি মদ
















