ভাঙ্গুড়ায় পিছিয়ে পড়া শিক্ষার্থীদৈর পাশে দাড়িয়েছেন মেয়র রাসেল
- প্রকাশিত সময় ০৫:১৯:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২
- / 110
এসএসসি ২০২৩ পরীক্ষা উপলক্ষ্যে নির্বাচনী পরীক্ষায় পিছিয়ে পড়া শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে পরামশ প্রদান ও কাউন্সিলিং করে তাদেরকে তিনি উৎসাহ প্রদান করা শুরু করেছেন পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল।
পাবনার ভাঙ্গুড়ায় পিছিয়ে পড়া এসএসসি—২০২৩ পরীক্ষার্থীদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে পাশে দাঁড়িয়েছেন পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল। উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জরিনা রহিম বালিকা উচ্চ বিদ্যালয়ের পিছিয়ে পরা শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে ২০২৩ সালের এসএসসি পরিক্ষার্থীদের বিশেষ ফ্রি ক্লাসের ব্যবস্থা করেছেন তিনি।
এসএসসি ২০২৩ পরীক্ষা উপলক্ষ্যে নির্বাচনী পরীক্ষায় পিছিয়ে পড়া শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে পরামশ প্রদান ও কাউন্সিলিং করে তাদেরকে তিনি উৎসাহ প্রদান করা শুরু করেছেন।
জানা গেছে, তিনি ঐতিহ্যবাহী জরিনা রহিম বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা—২০২৩ উপলক্ষ্যে নির্বাচনী পরীক্ষায় অংশ গ্রহণ করে অনেকেই ভালো ফলাফল করতে পারেন নি। সেই সকল শিক্ষার্থীদের তালিকা নিয়ে শিক্ষকদের সঙ্গে নিয়ে নিয়মিত ছাত্রীদের বাসায় গিয়ে খেঁাজ খবর করছেন মেয়র রাসেল।
এছাড়াও দরিদ্র শিক্ষার্থীদের পরীক্ষার ফি ছাড়া সব ফি মওকুফ করে শিক্ষার্থীদের এগিয়ে নিচ্ছেন তিনি । শিক্ষার্থীরা যাতে ঝড়ে না পড়ে, সে জন্য নিজে বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের বোঝাচ্ছেন। পিছিয়ে পড়া শিক্ষার্থীদের স্কুলে পড়ার সুযোগও করে দিচ্ছেন। এ কাজের জন্য কয়েকজন শিক্ষককে দায়িত্বও দিয়েছেন। শুধু তাই নয়, যারা শিক্ষার উপকরণ বই ও পোশাক কিনতে পারত না, তিনি লাইব্রেরী থেকে তাদের নিজের টাকায় বই কিনে দেন। যারা দুর্বল , তাদের আলাদাভাবে অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করেছেন।
জরিনা রহিম বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ফারুক হোসেন বলেন, অত্র বিদ্যালয়ের সভাপতি ও ভাঙ্গুড়া পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেলের এমন মহৎ উদ্যোগের কারণে পিছিয়ে পড়া অনেক শিক্ষার্থী প্রচুর উপকার পেয়ে এগিয়ে যাচ্ছে।
এ বিষয়ে মেয়র গোলাম হাসনাইন রাসেল বলেন,সবাই সেরাদের নিয়ে এগিয়ে যায়। তিনি পিছিয়ে পড়াদের সহযোগিতা দিয়ে সামনের দিকে এইগয়ে নিয়ে যেতে বেশ কয়েটি পদক্ষেপ গ্রহণ করেছেন।
বিশেষ করে যারা দরিদ্র , পড়ালেখায় ও পরীক্ষায় ভঅলো করতে পারছেন না। তাদের জন্য অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা, বাড়ি বিাড়ি গিয়ে উৎসাহ প্রদান ও অভিভাবকদের সাথে কথা বলে তাদের কে এগিয়ে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। এভাবে পরিচর্যা করলে তারা ভাল ফলাফল করবে বলে আশা করি বলেও জানান তিনি। ।