ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
সারাদেশের জেলা উপোজেলা পর্যায়ে দৈনিক স্বতঃকণ্ঠে সংবাদকর্মী নিয়োগ চলছে । আগ্রহী প্রার্থীগন জীবন বৃত্তান্ত ইমেইল করুন shatakantha.info@gmail.com // দৈনিক স্বতঃকণ্ঠ অনলাইন ও প্রিন্ট পত্রিকায় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৭১১-৩৩৩৮১১, ০১৭৪৪-১২৪৮১৪

সাংবাদিক সনমের ১৪ তম কাব্যগ্রন্থ ‘মনভিটে’ আসছে বইমেলায়

পাবনা প্রতিনিধি:
  • প্রকাশিত সময় ০১:৫৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩
  • / 209

ছিফাত রহমান সনম


দৈনিক ইছামতির প্রধান প্রতিবেদক ও পাবনা প্রেসক্লাবের একাধিকবার নির্বাচিত সাংস্কৃতিক সম্পাদক ছিফাত রহমান সনমের ১৪ তম কাব্যগ্রন্থ মনভিটে আসছে এবারের বইমেলায়। বইটির প্রচ্ছদ করেছেন বিশিষ্ট অংকন ও ভাস্কর্য শিল্পী বিপ্লব দত্ত। আর বইটি প্রকাশ করবে মহীয়সী প্রকাশ। ৭৪ টি কবিতা সম্বলিত চাররঙা দৃষ্টিনন্দন প্রচ্ছদঘেরা বইটি পাঠকের কাছে সমাদৃত হবে বলে আশা করছেন মহীয়সীর প্রকাশক রেহেনা সুলতানা শিল্পী। তিনি বলেন, সাংবাদিক ও কবি ছিফাত রহমান সনমের বই এখানকার বইমেলাতে বেশ ভালো চলে।

কবিতাপ্রেমী পাঠকেরা তার নাম ধরে এসেই বই চায় বইমেলার নানা স্টল থেকে। এর আগে পাবনার বইমেলাতে সাংবাদিক সনম ২০১১ ও ২০১৩ সালে দুইবার সেরা লেখক পুরস্কার পেয়েছেন তার বই ভালো চলার কারনে। সাংবাদিক সনম যিনি নামেই পরিচিত জেলাজুড়ে। সাধারণ মানুষের কল্যাণে লেখনীর মাধ্যমে দক্ষতার স্বীকৃতি স্বরূপ ২০০৭ সালে লাভ করেন রোটারী এ্যাওয়ার্ড। নারীর ক্ষমতায়নে এবং নারী পুুরুষের সমান অধিকার সংক্রান্ত প্রতিবেদনের জন্য ২০০৭ ও ২০০৮ সালে পরপর দুইবার এফপিএবি—এর জাতীয় পুরস্কার লাভ করেন। তিনি পাবনার সন্ধানী ডোনার ক্লাবের মাধ্যমে এপর্যন্ত ৬৪ জন মানুষকে স্বেচ্ছায় রক্তদান করে মানব সেবায় এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। ছিফাত রহমান সনম বেসরকারী চ্যানেল যমুনা টেলিভিশনে কাজ করাকালীন ইভেন্ট ভিত্তিক সেরা প্রতিবেদকের পুরস্কার পান। হলি আর্টিজান হামলার মাষ্টারমাইন্ডকে দেশের গণমাধ্যমে প্রথম তুলে ধরে সকলের দৃষ্টি আকর্ষনে সামর্থ্য হন তিনি। এ কারনে ঢাকার কাউন্টার টেরিজোম ইউনিট ও জেলা পুলিশের পক্ষ থেকে তাকে সম্মাননা প্রদান করা হয়। দায়িত্ব পালন করেন পাবনা রোটার‌্যাক্ট ক্লাবের এডিটর হিসেবে। সন্ধানী ডোনার ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পালন করেন।

দৈনিক ইছামতির ব্যবস্থাপনা পরিচালক মোখলেছুর রহমান খান বিপ্লব বলেন, ছিফাত রহমান সনম শুধু একজন ভালো সাংবাদিকই নয়, তার লেখা কবিতা ও ফিচার পাঠকদের আকৃষ্ট করে। অনেক তথ্য থাকে তার লেখাতে। তিনি দৈনিক ইছামতিতে ত্রিশ বছর কাজ করছেন দক্ষতার সাথে। তিনি সম্পন্ন করেছেন বাংলাদেশ প্রেস ইনষ্টিটিউটের বুনিয়াদি সাংবাদিক কোর্স, প্রশিক্ষণ নিয়েছেন টেলিভিশন সাংবাদিকতায়। সেভ দ্যা চিলড্রেন অষ্টে্রলিয়া ঢাকা অফিস থেকে নিউজ লেটার পাবলিকেশনের ওপর প্রশিক্ষণ নিয়েছেন, প্রশিক্ষণ দিয়েছেন পাবনাসহ কয়েকটি জেলার স্কুল কলেজের শিক্ষার্থীদের। আমরা প্রতিষ্ঠানের পক্ষ থেকে তার আগামী দিনের সমৃদ্ধি কামনা করি ও তার ১৪ তম কাব্যগ্রন্থ মনভিটে যেনো পাঠকপ্রিয়তা অর্জণ করে সেটাই প্রত্যাশা করি। বইমেলা উদযাপন পরিষদের সভাপতি জাকির হোসেন বলেন, সাংবাদিক ও কবি সনম আমাদের সকলের খুবই প্রিয় একটা ছেলে। প্রতিবছর তার বই পাওয়া যায় বইমেলাতে। এটা একটানা ১৩/১৪ বছর ধরে চলছে। বাজারে কাগজের যে দাম, প্রিন্টিং খরচ সবকিছু মিলিয়ে এরপরও যে এবারও তার বই প্রকাশিত হচ্ছে এটা জেনে অনেক আনন্দিত হয়েছি। পাবনার ছেলে মেয়েরা এগিয়ে যাচ্ছে জানলে বা শুনলে এটা ভালো লাগার বিষয়। তিনি জানান, আগামী ৩ ফেব্রুয়ারিতে বীর মুক্তিযোদ্ধা স্বাধীনতা চত্বরে বইমেলা শুরু হবে। এদিকে ছিফাত রহমান সনম সকলের কাছে আগামী দিনের উত্তরোত্তর সমৃদ্ধি ও মঙ্গল কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

এই রকম আরও টপিক

সাংবাদিক সনমের ১৪ তম কাব্যগ্রন্থ ‘মনভিটে’ আসছে বইমেলায়

প্রকাশিত সময় ০১:৫৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩

দৈনিক ইছামতির প্রধান প্রতিবেদক ও পাবনা প্রেসক্লাবের একাধিকবার নির্বাচিত সাংস্কৃতিক সম্পাদক ছিফাত রহমান সনমের ১৪ তম কাব্যগ্রন্থ মনভিটে আসছে এবারের বইমেলায়। বইটির প্রচ্ছদ করেছেন বিশিষ্ট অংকন ও ভাস্কর্য শিল্পী বিপ্লব দত্ত। আর বইটি প্রকাশ করবে মহীয়সী প্রকাশ। ৭৪ টি কবিতা সম্বলিত চাররঙা দৃষ্টিনন্দন প্রচ্ছদঘেরা বইটি পাঠকের কাছে সমাদৃত হবে বলে আশা করছেন মহীয়সীর প্রকাশক রেহেনা সুলতানা শিল্পী। তিনি বলেন, সাংবাদিক ও কবি ছিফাত রহমান সনমের বই এখানকার বইমেলাতে বেশ ভালো চলে।

কবিতাপ্রেমী পাঠকেরা তার নাম ধরে এসেই বই চায় বইমেলার নানা স্টল থেকে। এর আগে পাবনার বইমেলাতে সাংবাদিক সনম ২০১১ ও ২০১৩ সালে দুইবার সেরা লেখক পুরস্কার পেয়েছেন তার বই ভালো চলার কারনে। সাংবাদিক সনম যিনি নামেই পরিচিত জেলাজুড়ে। সাধারণ মানুষের কল্যাণে লেখনীর মাধ্যমে দক্ষতার স্বীকৃতি স্বরূপ ২০০৭ সালে লাভ করেন রোটারী এ্যাওয়ার্ড। নারীর ক্ষমতায়নে এবং নারী পুুরুষের সমান অধিকার সংক্রান্ত প্রতিবেদনের জন্য ২০০৭ ও ২০০৮ সালে পরপর দুইবার এফপিএবি—এর জাতীয় পুরস্কার লাভ করেন। তিনি পাবনার সন্ধানী ডোনার ক্লাবের মাধ্যমে এপর্যন্ত ৬৪ জন মানুষকে স্বেচ্ছায় রক্তদান করে মানব সেবায় এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। ছিফাত রহমান সনম বেসরকারী চ্যানেল যমুনা টেলিভিশনে কাজ করাকালীন ইভেন্ট ভিত্তিক সেরা প্রতিবেদকের পুরস্কার পান। হলি আর্টিজান হামলার মাষ্টারমাইন্ডকে দেশের গণমাধ্যমে প্রথম তুলে ধরে সকলের দৃষ্টি আকর্ষনে সামর্থ্য হন তিনি। এ কারনে ঢাকার কাউন্টার টেরিজোম ইউনিট ও জেলা পুলিশের পক্ষ থেকে তাকে সম্মাননা প্রদান করা হয়। দায়িত্ব পালন করেন পাবনা রোটার‌্যাক্ট ক্লাবের এডিটর হিসেবে। সন্ধানী ডোনার ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পালন করেন।

দৈনিক ইছামতির ব্যবস্থাপনা পরিচালক মোখলেছুর রহমান খান বিপ্লব বলেন, ছিফাত রহমান সনম শুধু একজন ভালো সাংবাদিকই নয়, তার লেখা কবিতা ও ফিচার পাঠকদের আকৃষ্ট করে। অনেক তথ্য থাকে তার লেখাতে। তিনি দৈনিক ইছামতিতে ত্রিশ বছর কাজ করছেন দক্ষতার সাথে। তিনি সম্পন্ন করেছেন বাংলাদেশ প্রেস ইনষ্টিটিউটের বুনিয়াদি সাংবাদিক কোর্স, প্রশিক্ষণ নিয়েছেন টেলিভিশন সাংবাদিকতায়। সেভ দ্যা চিলড্রেন অষ্টে্রলিয়া ঢাকা অফিস থেকে নিউজ লেটার পাবলিকেশনের ওপর প্রশিক্ষণ নিয়েছেন, প্রশিক্ষণ দিয়েছেন পাবনাসহ কয়েকটি জেলার স্কুল কলেজের শিক্ষার্থীদের। আমরা প্রতিষ্ঠানের পক্ষ থেকে তার আগামী দিনের সমৃদ্ধি কামনা করি ও তার ১৪ তম কাব্যগ্রন্থ মনভিটে যেনো পাঠকপ্রিয়তা অর্জণ করে সেটাই প্রত্যাশা করি। বইমেলা উদযাপন পরিষদের সভাপতি জাকির হোসেন বলেন, সাংবাদিক ও কবি সনম আমাদের সকলের খুবই প্রিয় একটা ছেলে। প্রতিবছর তার বই পাওয়া যায় বইমেলাতে। এটা একটানা ১৩/১৪ বছর ধরে চলছে। বাজারে কাগজের যে দাম, প্রিন্টিং খরচ সবকিছু মিলিয়ে এরপরও যে এবারও তার বই প্রকাশিত হচ্ছে এটা জেনে অনেক আনন্দিত হয়েছি। পাবনার ছেলে মেয়েরা এগিয়ে যাচ্ছে জানলে বা শুনলে এটা ভালো লাগার বিষয়। তিনি জানান, আগামী ৩ ফেব্রুয়ারিতে বীর মুক্তিযোদ্ধা স্বাধীনতা চত্বরে বইমেলা শুরু হবে। এদিকে ছিফাত রহমান সনম সকলের কাছে আগামী দিনের উত্তরোত্তর সমৃদ্ধি ও মঙ্গল কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।