বিজ্ঞপ্তি :
আটঘরিয়া উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন ঘোষণার লক্ষ্যে ইউএনও’র মত বিনিময় সভা

আটঘরিয়া প্রতিনিধি:
- প্রকাশিত সময় ০৩:১৫:০৫ অপরাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩
- / 219
আটঘরিয়া উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনার লক্ষ্যে গতকাল সোমবার নির্বাহী অফিসার মাকসুদা আক্তার মাসু স্থানীয় সাংবাদিকদের সাথে তার অফিস কক্ষে মতবিনিময় সভায় মিলিত হন।
তিনি জানান, প্রধান মন্ত্রীর আশ্রায়ন প্রকল্পের আওতায় একাধিক ধাপে ভূমিহীনদের গৃহ প্রদান করা হয়। বর্তমানে ভূমিহীন ও গৃহহীনদের আর তেমন চাহিদা না থাকায় আটঘরিয়া উপজেলাকে খুই শিঘ্রই অনুষ্ঠানিকভাবে গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা করা হবে বলে তিনি জানান।
এ সময় উপস্থিত ছিলেন আটঘিারয়া প্রেসক্লাবের সভাপতি খাইরুল ইসলাম বাসিদ, আটঘরিয়া সাংবাদিক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মিয়া ও সহসভাপতি মোহম্মদ ইয়াছিন, রিপোটার্স ইউনিটির সুলতান মাহমুদ, জিল্লুর রহমান, মাসুদ রানাসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।










