বিজ্ঞপ্তি :
একুশে ফেব্রুয়ারি
মো. সজিব হোসেন, ফরিদপুর (পাবনা)
- প্রকাশিত সময় ০৪:০৩:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩
- / 257
একুশে ফেব্রুয়fরি—
আন্দোলনটা ছিল খুবই ভারী!
বাংলা মায়ের কেড়ে নিতে চাওয়া
ফিরিয়ে আনতে মুখের বুলি
দমিয়ে দিল সাহসী প্রাণ
পুলিশের ঐ গুলি।
রফিক, শফিক, জব্বার
বরকত ও সালাম দিলেন প্রাণ।
বাংলা ভাষার ইতিহাসে
রাখলেন অবদান।
রক্ত দিয়ে রেখে গেলেন
বাংলা মায়ের মান
তাদের ঐ রক্তে আছে
শহীদদেরই প্রাণ।
শহীদেরা গেয়ে গেছেন
বাংলা ভাষার গান,
তাদের গানে দিচ্ছেন আজ
বিশ্ববাসী তাণ।
লিখা: মো. সজিব হোসেন
এই রকম আরও টপিক
একুশে ফেব্রুয়ারির কবিতা